ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মালদায় , গ্রেফতার ২

Read Time:2 Minute

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : সামনেই পঞ্চায়েত ভোট । আর এই ভোটের আগেই বিভিন্ন জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে । পঞ্চায়েত ভোটের আগে আবারও মালদায় থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হল । আট রাউন্ড কার্তুত ও তিনটি আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ২ জন। ভুতনি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রাজেন্দ্র মাহাতো ও রাম সুরত চৌধুরী নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে । তাঁদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র কার্তুজ গুলি । ধৃত দুজনই ভুতনি থানার গদাই চড় এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর , আগ্নেয়াস্ত্রগুলি বিক্রির উদ্দেশ্যে নিয়েযাচ্ছিল।

উল্লেখ্য , গতমাসের শেষে মুর্শিদাবাদে সাগরদীঘির থানা এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর মোড় গ্রামে থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার এক দুষ্কৃতি। ধৃতের কাছ থেকে ৫ রাউন্ড কার্তুজ ও ৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর , ধৃত তাবারুক সেখ লালগোলার বাসিন্দা । সাগরদীঘি থানার পুলিশ নাকা চেকিংয়ের সময় মোড়গ্রাম থেকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। পাশাপাশি, মালদার মানিকচকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ১।

এছাড়াও কলকাতা থেকেও বেআইনি অস্ত্র উদ্ধার হয়েছে । খাস কলকাতার আমর্হার্স্ট স্ট্রিট থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর, আগ্নেয়াস্ত্র সহ নিউ আলিপুরের বাসিন্দা, অভিযুক্ত জয় চৌধুরীকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। পুলিশ সূত্রে খবর, আজ সকালে আমর্হার্স্ট স্ট্রিট থানা এলাকার এপিসি রোড থেকে আগ্নেয়াস্ত্র সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ১০০ রাউন্ড সেভেন এম এম পিস্তলের কার্তুজ , ৪টি আগ্নেয়াস্ত্র । গত কয়েকদিনে একাধিক জেলা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে চলেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *