
জমিদাতাদের নিয়োগপত্র দিলেন ফিরহাদ, আলোর রোশনাই দেউচা-পাঁচামিতে
24HrsTv, ওয়েব ডেস্কঃ জমিদাতাদের আরও এক দফায় চাকরি দেওয়া হল সরকারের তরফে দেউচা-পাঁচামি কয়লা প্রকল্পে। আজ পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সিউড়িতে গিয়ে জমিদাতাদের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। এখনও পর্যন্ত ২৩৮ জনকে গ্রুপ ডি পদে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি, ৫৪ জন নাবালককে মাসিক ভাতা দেওয়া হয়েছে। স্বভাবতই আর্থিক সাহায্য ও চাকরি পেয়ে খুশি জমিদাতারা। এদিনের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিমের পাশাপাশি ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, আশিস বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
জমিদাতাদের জন্য আকর্ষণীয় পুনর্বাসন প্যাকেজ ঘোষণা করেছে রাজ্য সরকার বীরভূমের দেউচা-পাঁচামি কয়লা প্রকল্পে। প্রতিশ্রুতি অনুযায়ী আরও এক দফায় তাঁদের হাতে তুলে দেওয়া হল পুনর্বাসন। পরবর্তী পর্যায়ে মুখ্যমন্ত্রী পুনর্বাসন প্যাকেজে আরও সংস্কার করেন। সেখানে বলা হয়েছে, যেসব জমিদাতাদের এখনও ১৮ বছর হয়নি অর্থাৎ তাঁদের এক বছরের জন্য ১০ হাজার টাকা মাসিক ভাতা দেওয়া হবে। আজ সেই কথা অনুযায়ী ৫৪ জন নাবালকের হাতেও আর্থিক সাহায্য তুলে দিয়েছেন ফিরহাদ হাকিম ।
এ প্রসঙ্গে, এশিয়ার বৃহত্তম কয়লাখনি হিসেবে গড়ে তোলা হচ্ছে মহম্মদবাজারের দেউচা-পাঁচামি এলাকাকে। সেইসঙ্গে সরকার আকর্ষণীয় পুনর্বাসন প্যাকেজ ঘোষণা করায় কাজে কোনও বাধা আসেনি। খনি তৈরি হলে অনুসারী প্রচুর শিল্পও গড়ে উঠবে। ব্যাপক কর্মসংস্থানের আশা রয়েছে। এই মুহূর্তে স্রেফ জমি দেওয়ার বদলে যে সরকারি সুবিধা পাওয়া যাচ্ছে, তাতে খুশি এলাকাবাসীরা। কয়েক দফায় চাকরি দেওয়া হয়েছে বলেও শোনা যাচ্ছে। নিয়োগপত্র ও মাসিক ভাতা পাওয়ায় দীপাবলির আগে ফের আলোর রোশনাই মহম্মদবাজারে।