শুভেন্দু অধিকারীর কনভয় অনুসরণ! ধৃত ২

Read Time:2 Minute

24Hrs Tv, ওয়েব ডেস্কঃ দুই যুবককে শান্তিকুঞ্জ সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। শাসকদলের যোগ রয়েছে এমনই দাবি বিজেপির। যদিও তৃণমূল তা অস্বীকার করেছে।
বৃহস্পতিবার রাতে শুভেন্দু অধিকারীর কনভয়ের পিছনে বাইক নিয়ে পিছু নেয় দুই যুবক, জানা গিয়েছে। কী কারণে তাঁরা পিছু নিয়েছিল, তা জানতে চাওয়া হলে কোনও সদুত্তর পাওয়া যায়নি। এরপরই কাঁথি থানার পুলিশ তাঁদের গ্রেফতার করে। ধৃত একজনের নাম শান্তনু মাইতি। তিনি হলদিয়ার দুর্গাচকের বাসিন্দা। কাঁথির এসডিপিও সোমনাথ সাহা বলেন, “দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বাড়ি হলদিয়ার দুর্গাচক এলাকায়। তাঁদের উদ্দেশ্য কি ছিল জানতে জেরা চলছে।”
ধৃতদের সঙ্গে শাসকদলের যোগ রয়েছে, বিজেপির দাবি। সাংসদ শান্তনু সেন বলেন, “পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ খতিয়ে দেখবে। তৃণমূলের কোনও দরকার নেই কারও পিছু নেওয়ার। জনবিচ্ছিন্নরা অনেকের নামে অনেক কিছু বলবে, তাতে গুরুত্ব দিলে চলবে না।”
পাশাপাশি, শুভেন্দু অধিকারীকেও বিঁধেছেন তিনি। তিনি জানান, এই ঘটনার সঙ্গে রাতের অস্ত্র আমদানির যোগও থাকতেই পারে। বৃহস্পতিবার অস্ত্র প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যে অস্ত্র ঢুকছে। ভিআইপি-দের গাড়িতে যেন অস্ত্র আমদানি না হয়। ওই ভিআইপি প্রোটেকশন নিয়ে প্রচুর টাকা ঢুকছে। কালো পোশাক, কালোয় মুখ ঢেকে এসব হচ্ছে। এ যেন ওইরকম ‘একটু জায়গা দাও মা/গুণ্ডামি করে আসি।’ কালো টাকাও ঢুকছে। এসব ছক বানচাল করে দিতে হবে। ছোট্ট কোনও ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশের নজরে এনে তা সামাল দিন।”এই ঘটনা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *