
আপাতত ছয় মাস দল ত্যাগী জন্য দলে কোনো জায়গা নেই, দলত্যাগীদের উদ্দেশ্যে বার্তা সৌগত রায়ের
নির্বাচনের আগে বহু তৃণমূল নেতা কর্মীরা দলত্যাগ করে ছিলেন। কিন্তু তৃণমূল নির্বাচনের জেতার পরই আবার এই নেতাকর্মীরা দলে ফিরতে চাইছেন। তবে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন যে, পুরোনো নেতা কর্মীরা চাইলেই আবার দলে আসতে পারেন। তাই এই মন্তব্যে সারাও দিয়েছেন অনেক নেতাই। যেমন সোনালী গুহ ও সরলা মুর্মু দলে ফিরতে চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়েছেন।
তবে এখন হয়তো তাদের দলে ফেরা হবে না। কারণ তৃণমূলের সৌভত রায় তাদের আপাতত নো এন্ট্রির দেখিয়েছেন। এই প্রসঙ্গে তিনি বলেছেন, ভোট গণনার পর থেকেই অনেকে তাকে ফোন করেছেন। যারা ভোটের সময় বিজেপিতে যোগ দিয়েছেন তারা আবার দলে ফিরতে চাইছেন। কিন্তু তিনি সাফ জানিয়ে দেন আগামী ছয় মাসে তৃণমূল কোনো জায়গা নেই।
এর কারণ হচ্ছে ভোটের সময় তৃণমূল কর্মীরা অনেক পরিশ্রম করেছে। আর দলবদল করা নেতাদের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। তাই এখনই এই নেতাদের আবার দলে নিলে কর্মীরা খেপে যেত পারেন। তাই ছয় মাস পর তাদের দলে নেওয়া হবে। ততদিন ওয়েটিং লিস্টেই অপেক্ষা করতে হবে এই দলত্যাগী নেতা-নেত্রীদের।