
রেশন বণ্টন মামলায় গ্রেফতার প্রথম কোন মন্ত্রী
24Hrs Tv ওয়েব ডেস্ক : কী ভাবে আটা নিয়ে দুর্নীতি হয়েছে, তার একটা ধারণা পাওয়া গেছিল ইডির নথি থেকে। ইডির নথিতে বলা হয়েছে, মিল মালিকেরা সরকারি অর্থ মিলিয়ে নিতেন কড়ায়-গণ্ডায়। কিন্তু তার বিনিময়ে সরবরাহকৃত রেশনের হিসাব মিলত না। প্রতি ১ কেজি আটার দামে অন্তত ২০০ গ্রাম কম আটা দিতেন আটা কলের মালিকেরা। এই সুত্র ধরে তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর সেই তদন্তে নাম উঠে আসে মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। এর পরে পরেই গ্রেফতার হন তিনি। ২০ঘন্টা ধরে চলে তল্লাশী। বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার হন প্রাক্তন খাদ্য়মন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
ইডি সূত্রে জানা যাচ্ছে, মন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুর এবং জ্য়োতিপ্রিয় কে পাশাপাশি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। পাশাপাশি, তাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে তাঁরা একে অপরকে কী ভাবে চেনেন, দু’জনের সম্পর্ক কী, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। রেশন দুর্নীতি নিয়ে তাঁরা কি জানেন? রেশন নিয়ে দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তাতে কে কে জড়িত, টাকার ভাগ-বাঁটোয়ারা কী ভাবে হয়েছে তা নিয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা যাচ্ছে। তবে শুক্রবার জ্য়োতিপ্রিয়কে আদালতে হাজির করানো হবে। আদালতে হাজির করানোর পর ইডি হেফাজতে চাইবে বলে জানা যাচ্ছে।