এটিএম না ভেঙে শহরে চল্লিশ লক্ষ টাকার ডাকাতি

Read Time:2 Minute

ভাঙা হচ্ছে না এটিএম। ফলে টেরও পাচ্ছে না কেউ। প্রায় নীরবেই কলকাতা শহরে চল্লিশ লক্ষ টাকার ডাকাতি হয়ে গেল। পুলিশ সূত্রে খবর, নিউমার্কেট, কাশীপুর, যাদবপুরের তিনটি এটিএম থেকে টাকা উধাও হয়ে গিয়েছে গত কয়েক দিনে।

কাশীপুরের এটিএম থেকে এখনও পর্যন্ত চুরি গিয়েছে ৭ লক্ষ টাকা, যাদবপুরের এটিএম থেকে খোয়া গিয়েছে ১৩ লক্ষ ৮০ হাজার টাকা, নিউ মার্কেটের এটিএম থেকে খোয়া গিয়েছে ১৮ লক্ষ ৮০ হাজার টাকা। সব ক্ষেত্রে বাংলা হয়নি এটিএম মেশিন, টাকা গিয়েছে ধাপে ধাপে। নিউমার্কেট থানা সংলগ্ন এটিএম-টিতে লেনদেন হয়েছে প্রায় ৯০ বার। বিশেষজ্ঞরা মনে করছেন জালিয়াতরা টাকা তুলতে একটি বিশেষ ডিভাইস ব্যবহার করছেন। এই ফরেন ডিভাইস দিয়ে এটিএম-এর বিভিন্ন সুইচকে ক্লোন করা হচ্ছে। নির্দেশটি যে জালিয়াতি তা ধরতে পারছে না এটিএম। বিশেষজ্ঞদের মতে ল্যান্ড কেবল ট্যাম্পার করা হয়েছে এই সব জায়গায়। এক কথায় এটিএম-এর ব্রেন হ্যাক করছেন এই দুঁদে হ্যাকাররা। প্রাথমিক ভাবে টেরও পাচ্ছে না কেউ। ঘটনায় স্তম্ভিত লালবাজারের গোয়েন্দারা তদন্তে নেমেছেন।

সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত বলছেন,এটিএম-এর ডেক্সটপে আমরা যে সুইচগুলি দেখে তাতেই টাকা তোলা বা লেনদেনের যাবতীয় নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ চলে যায় ডেটাসেন্টারে। বৈধ নির্দেশের ভিত্তিতে টাকা আসে গ্রাহকের হাতে। এক্ষেত্রে এই কমিউনিকেশান চ্যানেলের মাঝে ঢুকে পড়ছেন হ্যাকাররা। তারা এটিএম-এর নির্দেশগুলিকে রেপ্লিকেট করছে। এটিএম-কে বোঝাচ্ছে যে একজন গ্রাহকই ইনস্ট্রাকশান দিচ্ছে যে টাকা দেওয়া প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *