
মরক্কোকে হারিয়ে ফাইনালে ফ্রান্স
২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : কাতার বিশ্বকাপে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ফ্রান্স। এবার টুর্নামেন্টের শুরু থেকেই বিশ্বজয়ের অন্যতম দাবিদার ফ্রান্স। ফের বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স। আগামী ১৮ তারিখ মেসির দলের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে পারলেই টানা দ্বিতীয়বার বিশ্বজয় করবে ফ্রান্স।

উল্লেখ্য এবার বিশ্বকাপে বারবার চমকে দিয়েছে মরক্কো। ফ্রান্সকে আটকে দেবে মরক্কো এমন আশায় অনেকেই ছিলেন । কিন্তু প্রথমার্ধে খেলার ৫ মিনিটের মধ্যেই থিও হার্নান্ডেজের গোলই সবটা পাল্টে দিল। এরপর ফ্রান্স এগিয়ে গেল । প্রথমেই ধাক্কা খেল আফ্রিকার দেশটি । এরপর থেকে ২ দলই তাঁদের আক্রমণে ঝাঁঝ বাড়ায়।

ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে হার্নান্ডেজের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছিল। অথচ এই ম্যাচে তিনিই প্রথম গোলটি করে ফ্রান্সকে এগিয়ে দেন । খেলার ১১ মিনিটের মাথায় ওউনাহির দুরন্ত শট আটকে দেন হুগো লরিস। এদিন কিছুটা হলেও আনফিট পরিস্থিতিতেই মাঠে নেমেছিলেন মরক্কোর অধিনায়ক রোমেন সেইস। ম্যাচের গুরুত্ব বুঝে খেলতে চেয়েছিলেন। কিন্তু সেটা পারলেন না। তাঁকে ১৬ মিনিটের মাথায় বসিয়ে দেন মরক্কোর কোচ।

যদিও গোল হজম করার পর বল পাস ও বল পজিশনে অনেকটা টেক্কা ফ্রান্সকে দিয়েছিল মরক্কো । একটা সময় ৫৭ শতাংশ বল পজিশন নিয়ে খেলছিল মরক্কো । ৪৩ শতাংশ বল পজিশন দেশঁর দলের। কিন্তু জিয়েশ, হাকিমিরা বারবার ডি বক্সে ঢুকেও গোলমুখ খুলতে পারেননি ।

দ্বিতীয়ার্ধে নেমে কিলিয়ান এমবাপে বারবার তৈরি করছিলেন সুযোগ । জিয়েশ ও হাকিমি উল্টোদিকে মাঠের ডানদিক থেকে জুটি বেঁধে ফ্রান্সের বক্সে বারবার আক্রমণ করেছিলেন । দেশঁ জিহুকে বসিয়ে নামান থুরামকে । অন্যদিকে দেম্বেলেকে বসিয়ে নামান কোলো মুয়ানিকে। এরপরই ফ্রান্স ৭৯ মিনিটে গিয়ে দ্বিতীয় গোল পেয়ে যায় । থুরামের থেকে পাস নিয়ে মরক্কোর বক্সে ৩-৪ জনকে কাটিয়ে এমবাপে বল মুয়ানির দিকে এগিয়ে দেন । মুয়ানি গোলকিপারকে একা পেয়ে গোল করতে একদমই ভুল করেননি । ২-০ ব্যবধান বাড়িয়ে নেওয়ার পর ফ্রান্সের জয়। বিশ্বকাপে ফ্রান্সের কাছে মরক্কো ২-০ গোলে হারলেও গোটা টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করে মরক্কো ।