কাশ্মীরে অনুষ্ঠিত হবে জি-২০ সম্মেলন!

Read Time:2 Minute

24Hrs Tv, ওয়েব ডেস্কঃ জম্মু ও কাশ্মীর নিয়ে লাগাতার দরবার করছে পাকিস্তান। এই অবস্থায় মুসলিম দেশগুলিকে নিজের পক্ষে টানতে মরিয়া প্রয়াস ইসলামাবাদের। আসন্ন জি-২০ সম্মেলন হতে পারে কাশ্মীরে। পাকিস্তানকে চাপে ফেলতেই নাকি এই কৌশল দিল্লির। মঙ্গলবার ইন্দোনেশিয়ার রাজধানী বালিতে শুরু হয় দু’দিনের জি-২০ সামিট। সেখানেই হস্তান্তর করেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইডোডো।
এই জোটের পরবর্তী সম্মেলন হতে চলেছে নয়াদিল্লিতে আগামী বছর। তৎপর হয়েছে কাশ্মীর প্রশাসন। বিদেশমন্ত্রকের নির্দেশিকা পেয়ে সম্মেলনের প্রস্তুতির জন্য একটি পাঁচ সদস্যের প্যানেল তৈরি করা হয়েছে। আগামী বছর ভূস্বর্গে একমঞ্চে দেখা যাবে বিশ্বের তাবড় রাষ্ট্রপ্রধানদের। পাকিস্তান-সহ গোটা বিশ্বের কাছে কূটনৈতিক বার্তা হিসেবেই গণ্য হবে কাশ্মীরে জি-২০ সম্মেলন। কাশ্মীর ইস্যুতে কোন কোন দেশ ভারতের অবস্থানকে সমর্থন করছে সেই কথাও স্পষ্ট হয়ে যাবে।
প্রসঙ্গত, জি-২০ জোটের সদস্য আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চিন, ফ্রান্স, জার্মানি, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, ইটালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, সাউথ আফ্রিকা, তুরস্ক, ব্রিটেন, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন। ৮০ শতাংশ জিডিপি জি-২০ দেশগুলির দখলে বিশ্বের অর্থনীতি। তাই কাশ্মীর ইস্যুতে জি-২০ মঞ্চের মতামত যথেষ্ট গুরুত্বপূর্ণ। ভারত কাশ্মীরে সম্মেলন আয়োজন করে নিজের অবস্থান আরও মজবুত করতে চাইছে। যেভাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঠীকে শুরু করে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত হাত মিলিয়ে বার্তা দিয়েছেন মোদি, তাতেও ইসলামাবাদ কিছুটা উদ্বিগ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *