
হরিদেবপুরে নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার ৫
24HrsTv, ওয়েব ডেস্কঃ ফের গণধর্ষণ খোদ কলকাতায়। ফ্ল্যাটে আটকে রেখে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার তদন্তে হরিদেবপুর থানার পুলিশ। পাঁচ যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের হরিদেবপুর থানায়। অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। নাবালিকার মেডিক্যাল টেস্টের ব্যবস্থা করা হয়েছে।
মঙ্গলবার নাবালিকা তার দিদির সঙ্গে বাড়ি থেকে বেরোয়। অভিযোগ উঠেছে পাঁচ যুবকের বিরুদ্ধে। নাবালিকাকে করুণাময়ী ঘাট রোড এলাকায় রংকল মাঠের কাছে একটি ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়। সেখানে আটকে রাখা হয় নাবালিকাকে। সেখানেই গণধর্ষণ করা হয় তাকে। মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছে নাবালিকা। আজ হরিদেবপুর থানার দ্বারস্থ হয় নির্যাতিতা। অরূপ সেনগুপ্ত ওরফে পুটু, অভিষেক সিং ওরফে নিখিল, সঞ্জয় পাত্র ওরফে কালু ওরফে রাজ, সাহেব অধিকারী ওরফে মদন, রাহুল সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় হরিদেবপুর থানায়। এই অভিযোগ পাওয়ামাত্রই নড়েচড়ে বসে পুলিশ। তদন্ত শুরু হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই পুলিশ অভিযুক্ত পাঁচ যুবককে গ্রেফতার করে।
গণধর্ষণের ঘটনায় পকসো আইনে মামলা রুজু হয়েছে। ধৃত অরূপ, অভিষেক, সঞ্জয়, সাহেব ও রাহুলের বিরুদ্ধে ১২০ বি, ৩২৮, ৩৪২ ও ৩৬৬ ও ৩৭৬ডিএ ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ।