গরুই মধ্য পশ্চিম পাড়া মহিলা দূর্গা পুজো কমিটি পেল সেরা পুজো সম্মান ২০২৩

Read Time:1 Minute

24Hrs Tv ওয়েব ডেস্ক : গরুই মধ্য পশ্চিম পাড়া সেজে উঠেছে পুজোর সাজে। সারা বছর জুড়েই বাঙালির জীবন নানা প্রকার উৎসবের আলোয় মুখরিত হয়ে ওঠে। রোজকার জীবনে নারীর অবদান রয়েছে শক্তির গোঁড়া থেকে তা আবারও প্রমাণ করলেন গডু়ই মধ্য পশ্চিম পাড়া মহিলা দূর্গা পুজো কমিটি। মহিলাদের অক্লান্ত পরিশ্রমের ফল হল শারদৎসবের এই অভিনব উদ্যোগ। ১৭ তম বর্ষে নারীশক্তির উন্নতির বিকাশ ফুটে উঠেছে গডু়ই মধ্য পশ্চিম পাড়ায়।

তাঁদের এই উদ্যোগকে আরও উৎসাহিত করতে 24hrs tv-র পক্ষ থেকে সেরা পুজো Powerd by orien past শারদ সম্মান ২০২৩ সম্মানে সম্মানিত করা হয়। আর সেই পুরস্কার অর্জন করে উচ্ছাসে মেতে উঠলেন ক্লাবের সমস্ত সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *