
24Hrs Tv ওয়েব ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় মুখ রুকমা রায়। এছাড়াও তিনি কিরণমালা ধারাবাহিকে রাজকুমারী কিরণমালা, দেশের মাটি ধারাবাহিকে মুখ্য চরিত্রে মাম্পি’র, লালকুঠি ধারাবাহিকে অনামিকা চরিত্রে অভিনয় করার জন্য সুপরিচিত। এইবার আশ্চর্য ঘটনা ঘটেছে অভিনেত্রী রুকমা রায়ের সঙ্গে। সম্প্রতি মাচা অনুষ্ঠান করতে গিয়েছিলেন রুকমা রায়। যথারীতি মঞ্চে উঠেছেন অভিনেত্রী এবং তাঁর টিম। গান গাইছেন রুকমা, দর্শকেরাও মোহিত হচ্ছেন। এমন সময় দর্শকদের মধ্যে থেকে বারবার অনুরোধ আসতে থাকে অভিনেত্রীর সঙ্গে একটি সেলফি তোলার। অনুরাগীরা তাঁর সঙ্গে সেলফি তুলতে চান একটা। রুকমা এত সবার আবদার মেটাতে দুটানায় পড়েন। তাই একটি সিধান্তে আসেন অভিনেত্রী।
অনুরাগীদের দাবী মেনে নিয়ে সেলফি তুলতে রাজি হন তিনি। তবে শর্ত রাখেন একটি। তিনি জানান যে, একজনের ফোনেই সেলফি তুলবেন। যেই না সেলফি তুলতে শুরু করেছেন, তখনই অভিনেত্রীর দিকে ক্ষোভের দৃষ্টিতে কড়া সুরে অপমান করতে থাকেন অনুষ্ঠানের এক আয়োজক। তীব্র ঝাঁঝালো ভাষায় অপমান করতে থাকেন আয়োজক। সুধ্য তাই নয় মঞ্চ থেকে নেমে যেতে বলেন তাঁকে। মঞ্চ থেকে বের করে দেওয়া হয় তাঁকে। উঁচু গলায় আয়োজক বলেন, ‘আপনাকে এখানে নিজের বিজ্ঞাপন দিতে আনা হয়নি। গানের জন্য টাকা দেওয়া হয়েছে।’এমনই তীব্রভাবে অপমান করলেন আয়োজক।
অভিনেত্রী রুকমা তখন ওই আয়োজকের দিকে মাইক এগিয়ে দিয়ে বলেন, ‘তাহলে আপনিই অনুষ্ঠান করে নিন।’ আয়োজক তখন রুকমাকে বলেন, ‘আপনি মঞ্চ থেকে নেমে যান।’ একথা শুনে রুকমা আর অপেক্ষা করেননি। তৎক্ষণাৎ নেমে যান মঞ্চ থেকে। তাঁদের কথা শুনে মঞ্চ থেকে নেমে অপেক্ষা করতে থাকেন অভিনেত্রী। আশা করেছিলেন, ভুল বোঝাবুঝি হয়েছে কিছু। নিশ্চয়ই উদ্যোক্তাদের তরফে শীঘ্রই মিটিয়ে নেওয়া হবে। তবে তেমনটা কিছুই ঘটেনি। বরং পাল্টা অভিনেত্রীকে বেরিয়ে যেতে বলা হয়।