ফের বাড়ল দুয়ারে সরকারের সময়সীমা !

Read Time:2 Minute

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : গোটা ডিসেম্বর মাস জুড়ে দুয়ারে সরকারের শিবির চলবে । দুয়ারে সরকারের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্তের কথা নবান্ন থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। উল্লেখ্য দুয়ারে সরকারের ক্যাম্প এর আগে ৫ ডিসেম্বর পর্যন্ত চালানোর সময়সীমা বাড়ানো হয়েছিল। ফের আরও ২৬ দিন বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হল। সূত্রের খবর , বহু মানুষ এখনও দুয়ারে সরকারের শিবির থেকে যে পরিষেবা পাওয়ার কথা,তা তাঁরা পেয়ে উঠতে পারেননি। এমনকি অনেক আবেদন জমা পড়া বাকি রয়েছে ।

উল্লেখ্য সময়সীমা ৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত করা হয়েছিল, এটা একদমই যথেষ্ট সময় নয়। ফলে দুয়ারে সরকারের শিবিরের সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। তবে জানান হয়েছে গ্রামীণ এলাকায় সমস্ত কাজ অর্থাৎ যার যা কাজ আছে তার আবেদনপত্র জমা দিতে হবে সব ৩১ ডিসেম্বরের মধ্যে । কিছুদিন আগেই রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ঘোষণা করেছিলেন ৫ ডিসেম্বর পর্যন্ত দুয়ারে সরকারের শিবির বাড়ানোর কথা । এবার আরও একদফা সময়সীমা বাড়ানো হল। এবার দুয়ারে সরকার শিবিরের সুবিধা গোটা ডিসেম্বর মাস জুড়েই মিলবে ।

সাধারণ মানুষের হাতের মুঠোয় রাজ্য সরকারের বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়ার জন্যই দুয়ারে সরকার প্রকল্প চালু করা হয়েছিল । খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী,শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, তফশিলি জাতি, আদিবাসী ও ওবিসিদের শংসাপত্র, তফশিলি বন্ধু পেনশন প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সুযোগ সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। এই জন্য দুয়ারে সরকারের শিবির বিভিন্ন জায়গায় চালু করেছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *