
ডিএ জটিলতা নিয়ে বৈঠকের ডাক রাজ্যপালের
24Hrs Tv ওয়েব ডেস্ক : রবিবার বেলা ১১টার নাগাদ রাজভবনে পৌঁছোয় আন্দোলনকারীদের প্রতিনিধি দল। রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের পাঁচ সদস্য । রাজভবনে ১০ থেকে ১৫ মিনিট ছিলেন তাঁরা। বেরিয়ে এসে জানান, রাজ্যপাল তাঁদের আশ্বস্ত করেছেন।রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজেও প্রাক্তন সরকারি কর্মচারী ছিলেন । তিনি জানিয়েছেন যে, আন্দোলনকারীদের ডিএ সংক্রান্ত দাবি যথার্থ। সাংবিধানিক পদে থেকে তিনি এই দাবি পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। তিনি তাদের আশ্বস্ত করেছেন যে তিনি তার সাংবিধানিক পদে থেকে চেষ্টা করবেন । মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলনকারীদের পাঁচ সদস্যের প্রতিনিধি দল গিয়েছিল রাজভবনে। রাজ্যপাল সিভি আনন্দ বোস শনিবারই ডিএ সংক্রান্ত জটিলতা নিয়ে আলোচনার ডাক দিয়েছিলেন। আলোচনার মাধ্যমেই সমস্ত সমস্যার সমাধান সম্ভব বলে জানান তিনি। তারপর রবিবার বেলায় রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেল আন্দোলনকারীদের প্রতিনিধি দল। আলোচনার মাধ্যমেই সমস্ত সমস্যার সমাধান সম্ভব বলে জানিয়েছিলেন তিনি। ডিএ সংক্রান্ত আলোচনার জন্য মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক চেয়েছিলেন আন্দোলনকারীরা। রাজ্যপাল জানিয়েছেন, তিনি সেই বৈঠক আয়োজনের চেষ্টা করবেন।
তবে রাজ্যপালের আশ্বাস মিললেও এখনই আন্দোলন বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন আন্দোলনকারীদের প্রতিনিধি দল । রাজ্যপালের আশ্বাসের পর কী পদক্ষেপ করা হয়, তা আগে দেখবেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যেরা। সেই অনুযায়ী আন্দোলন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন তাঁরা । যদিও শনিবার রাতে রাজভবন থেকে টুইট করেছিলেন রাজ্যপাল। সেখানে তিনি জানিয়েছিলেন যে , রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-র দাবিতে আন্দোলন চতুর্থ সপ্তাহে পা দিয়েছে, এতে তিনি ব্যথিত। সমস্যাটি জটিল হলেও আলোচনার মাধ্যমেই তার সমাধান সম্ভব। তাই অবিলম্বে অনশন তুলে সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন রাজ্যপাল সিভি আনান্দ বোস।