
কুন্তলের অনুষ্ঠানে তিনিও গিয়েছেন,নিয়োগ দুর্নীতি মামলায় এবার নিশানা বনির দিকে
24Hrs Tv ওয়েব ডেস্ক : এবার নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ালো বনি সেনগুপ্তের । নিয়োগ দুর্নীতিকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার ইডি তলব করেছিল টলিউড অভিনেতা বনিকে। বৃহস্পতিবারেই ইডির দফতরে হাজিরা দিতে চলে যান অভিনেতা। ইডি সূত্রের বক্তব্য, দুর্নীতিকাণ্ডে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তলের ব্যাঙ্কের নথিতে বনির নাম পাওয়া গিয়েছে। তার পরেই তাঁকে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে ডেকে পাঠিয়েছে ইডি। কুন্তলের থেকে ৩৫-৪০ লক্ষ টাকা নিয়েছিলাম! ইডির জেরায় জানায় বনি সেনগুপ্ত । বনিকে টাকা দেওয়া প্রসঙ্গে কুন্তল আগেই জানিয়েছিল যে ‘‘বনি আমার সঙ্গে পাঁচ বছর ইভেন্টের কাজ করেছে। যে টাকা দিয়েছি, তা ওর পারিশ্রমিক।’’ কুন্তল ঘোষের কাছ থেকে টাকা পেয়েছিলেন বনি কিন্তু কত টাকা , কেনই বা ওই টাকা এসেছিল তাঁর অ্যাকাউন্টে এসব জিজ্ঞেস করায় বনি সরাসরি জানান নি যে কত টাকা দিয়েছিলেন কুন্তল, সরাসরি সে কথার উত্তর দেননি তিনি। তবে সংবাদ মাধ্যম তাঁকে ৩৫- ৪০ লক্ষ টাকা বলাতে তিনি বলেন, ‘‘ওই রকমই।’’ইডির ডাক পেয়ে বৃহস্পতিবার দুপুরে সিজিও কমপ্লেক্সে একদিন আগেই হাজির হয়েছিলেন বনি। সকালেই তিনি সিজিওতে পৌঁছন। দুপুরে মধ্যাহ্নভোজের বিরতি চলাকালীন তিনি বাইরে বেরোন। বাইরে নিয়ে সেখানেই উপস্থিত সংবাদ মাধ্যমের মুখোমুখি দাঁড়িয়ে কুন্তলের সঙ্গে তাঁর পাঁচ বছরের সম্পর্কের কথা একে একে জানান বনি।
তবে বনি আরও জানিয়েছেন যে , ওই টাকার বিনিময়ে তিনি কাজ করেছেন। ২৫-২৬টি অনুষ্ঠান করেছেন কুন্তলের হয়ে। এমনকি, কুন্তল পরে টলিউডে সিনেমা প্রযোজনা করবেন বলে জানালে, তাতে অভিনয় করবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছিলেন বনি। যদিও বনি জানিয়েছেন, পরে সেই ছবি প্রযোজনার পরিকল্পনা বাতিল করে দিয়েছিলেন কুন্তল। তিনি সংবাদ মাধ্যমকে আরও জানান যে , ‘‘যে টাকা নিয়েছি, তার সমস্ত কাগজপত্র আমার কাছে আছে। আমি দিয়ে দিয়েছি। তা ছাড়া যে অর্থ নিয়েছি, তার বদলে কাজও করেছি। তাই ওই টাকাকে আমার পারিশ্রমিকই বলা যেতে পারে।’’তবে শেষ পর্যন্ত খাওয়া হয়নি। বিরতি শেষ হলে খাবার না খেয়েই সিজিও কমপ্লেক্সে ফিরে যান তিনি।