
ফের জেল হেফাজতে অনুব্রত
24Hrs Tv, ওয়েব ডেস্কঃ ফের জেল হেফাজতে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল। আগামী ১১ নভেম্বর ফের আদালতে তোলা হবে তাঁকে। প্রভাবশালী তত্ত্বে অনুব্রতর জামিনের আরজি খারিজ করেন আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক।
শনিবার অনুব্রত মণ্ডলকে সশরীরে আসানসোল বিশেষ সিবিআই আদালতে হাজির করা হয়। অনুব্রতর আইনজীবী চার্জশিটে তাঁর মক্কেলের রাজনৈতিক পরিচয় উল্লেখ নিয়ে আপত্তি করেন। দাবি করেন, এনামুল হক গরু পাচারে মূল অভিযুক্ত। কিন্তু এখন সিবিআই তদন্ত করে দেখছে গরু পাচারে ঠিক কত টাকার লেনদেন হয়েছে। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে নিশানা করে তদন্ত চলছে। অনুব্রতর দেহরক্ষী সায়গলের মোবাইল থেকে এনামুলের মোবাইলে ফোন গিয়েছিল এমনটাই সূত্রের খবর। কিন্তু অনুব্রতর মোবাইল দিয়ে ফোন হয়নি এমনই দাবি আইনজীবীর। কোন প্রমাণ নেই। কোনও গরু পাচারকারীর সঙ্গে তাঁর যোগাযোগ নেই। তাহলে কি রাজনৈতিক দল পরিবর্তন না করা পর্যন্ত উনি জামিন পাবেন না? কেন অনুব্রতর চার্জশিট ৬০ দিনের মাথায় দেওয়া হল? এখনও পর্যন্ত পাঁচটি চার্জশিট জমা হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামিন আটকানোর চেষ্টা চলছে।
তিনি বলেন, ‘জেলে জিজ্ঞাসাবাদ চলাকালীন অনুব্রত সহযোগিতা করছেন না। নিশ্চুপ থাকছেন। সিবিআইয়ের এই অভিযোগ সঠিক নয়। শাসকদলের সভাপতি হওয়ার জন্য অনুব্রত প্রভাবশালী? উনি দলবদল করলে বা রাজনীতি থেকে সন্ন্যাস নিলেই প্রভাবশালী তকমা সরে যাবে? তবেই মিলবে জামিন’। অনুব্রতর আইনজীবী বলেন, ‘কোনও অজ্ঞাত কারণে তদন্ত শেষ হচ্ছে না। তদন্তের আর কিছু নেই’। অনুব্রতর একাধিক শারীরিক অসুস্থতা রয়েছে। জেলে পর্যাপ্ত চিকিৎসার বন্দোবস্ত করার কথা ছিল। তবে তা সত্ত্বেও জেল হেফাজতের মোট ৭৯ দিনে তেমন চিকিৎসা পরিষেবা অনুব্রত পাননি বলেই অভিযোগ তাঁর আইনজীবীর।