তাঁকে ঘিরে রয়েছে একদল সুন্দরী মহিলা। সামনেই সুইমিং পুল, যেখানে আনন্দে মেতে রয়েছে খুদে থেকে তরুণীরা

Read Time:2 Minute, 52 Second

24Hrs Tv ওয়েব ডেস্ক : মদন মিত্র মানেই রঙ্গিন , বরাবরই তাঁকে ঘিরে সব ক্ষেত্রেই উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। না, সেই কৌতুহল বা উত্তেজনা যত না বেশি রাজনীতির ময়দানকে কেন্দ্র করে, তার থেকে বেশি বিনোদনমূলক। মদন মিত্রের ছোট বড় প্রতিটা পোস্টই নেটিজেনদের চোখ এড়ায় না। কখনও রাজ্য রাজনীতি নিয়ে মন্তব্য করা, কখনও আবার দারুন আমেজের সঙ্গে বিনোদন জগতে ঝড় তোলা। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী মদন সত্যিই রঙিন মানুষ। তাঁর বিখ্যাত’ওহ লাভলি’ এখন দর্শকদের মুখে মুখে ভাইরাল। কখনও গাইছেন গান, কখনও আবার সেলিব্রিটিদের সঙ্গে পোস্ট দিয়ে তুলছেন ছবি, খেলছেন দোল। সবমিলিয়ে তাঁকে এক কথায় বিনোদন জগতের এক অন্যতম চরিত্র হিসেবে দেখা দেখা যায়। রঙিন চশমায় সবসময় দেখা যায় মদন মিত্রকে।

এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি খুব রঙিন। খোস মেজাজে যেমন মানুষের সঙ্গে মিসে যান। ঠিক তেমনই অন্যায় দেখলে প্রতিবাদ করেন। তিনি সবার প্রিয় মদন মিত্র। ভালোবেসে অনেকে তাঁকে এমএম বলে ডাকেন। বাংলায় তাঁর অনুরাগী কম নয়। তাঁর মধ্যে বিনোদনের ভরভরাট রসদ রয়েছে। আর সেই রসে বুদ তাঁর অনুরাগীরা। গান গাওয়া শুধু নয়, হিপ হপ গানের তালে টুপি-গোগলস পরে র্যাপ করেছেন মদন মিত্র। ভিডিও-তে ধুতি- পাঞ্জাবি পরে সুন্দরীদের সঙ্গে কোমর দোলান তিনি।

এবার হরনাথ চক্রবর্তী হাত ধরে সেই ইচ্ছেও পূরণ করে ফেললেন মদন মিত্র। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হল সেই ছবির গানের একটি অংশ। নিজেই একটি ভিডিয়ো শেয়ার করে লিখলেন, এতো সবে ট্রেলার, ছবি এখনও বাকি আছে। মদন মিত্র একের পর এক পোষ্ট দিয়ে ইতিমধ্যেই এই ছবির বিষয়ে নজর কেড়েছেন ভক্তদের। তাঁকে ঘিরে রয়েছে একদল সুন্দরী মহিলা। সামনেই সুইমিং পুল, যেখানে আনন্দে মেতে রয়েছে খুদে থেকে তরুণীরা। এই পোষ্ট দেখেই বোঝা যায় তিনি বাস্তবে কতটা রঙ্গিন এবং রোম্যানটিক।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *