
তাঁকে ঘিরে রয়েছে একদল সুন্দরী মহিলা। সামনেই সুইমিং পুল, যেখানে আনন্দে মেতে রয়েছে খুদে থেকে তরুণীরা
24Hrs Tv ওয়েব ডেস্ক : মদন মিত্র মানেই রঙ্গিন , বরাবরই তাঁকে ঘিরে সব ক্ষেত্রেই উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। না, সেই কৌতুহল বা উত্তেজনা যত না বেশি রাজনীতির ময়দানকে কেন্দ্র করে, তার থেকে বেশি বিনোদনমূলক। মদন মিত্রের ছোট বড় প্রতিটা পোস্টই নেটিজেনদের চোখ এড়ায় না। কখনও রাজ্য রাজনীতি নিয়ে মন্তব্য করা, কখনও আবার দারুন আমেজের সঙ্গে বিনোদন জগতে ঝড় তোলা। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী মদন সত্যিই রঙিন মানুষ। তাঁর বিখ্যাত’ওহ লাভলি’ এখন দর্শকদের মুখে মুখে ভাইরাল। কখনও গাইছেন গান, কখনও আবার সেলিব্রিটিদের সঙ্গে পোস্ট দিয়ে তুলছেন ছবি, খেলছেন দোল। সবমিলিয়ে তাঁকে এক কথায় বিনোদন জগতের এক অন্যতম চরিত্র হিসেবে দেখা দেখা যায়। রঙিন চশমায় সবসময় দেখা যায় মদন মিত্রকে।
এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি খুব রঙিন। খোস মেজাজে যেমন মানুষের সঙ্গে মিসে যান। ঠিক তেমনই অন্যায় দেখলে প্রতিবাদ করেন। তিনি সবার প্রিয় মদন মিত্র। ভালোবেসে অনেকে তাঁকে এমএম বলে ডাকেন। বাংলায় তাঁর অনুরাগী কম নয়। তাঁর মধ্যে বিনোদনের ভরভরাট রসদ রয়েছে। আর সেই রসে বুদ তাঁর অনুরাগীরা। গান গাওয়া শুধু নয়, হিপ হপ গানের তালে টুপি-গোগলস পরে র্যাপ করেছেন মদন মিত্র। ভিডিও-তে ধুতি- পাঞ্জাবি পরে সুন্দরীদের সঙ্গে কোমর দোলান তিনি।
এবার হরনাথ চক্রবর্তী হাত ধরে সেই ইচ্ছেও পূরণ করে ফেললেন মদন মিত্র। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হল সেই ছবির গানের একটি অংশ। নিজেই একটি ভিডিয়ো শেয়ার করে লিখলেন, এতো সবে ট্রেলার, ছবি এখনও বাকি আছে। মদন মিত্র একের পর এক পোষ্ট দিয়ে ইতিমধ্যেই এই ছবির বিষয়ে নজর কেড়েছেন ভক্তদের। তাঁকে ঘিরে রয়েছে একদল সুন্দরী মহিলা। সামনেই সুইমিং পুল, যেখানে আনন্দে মেতে রয়েছে খুদে থেকে তরুণীরা। এই পোষ্ট দেখেই বোঝা যায় তিনি বাস্তবে কতটা রঙ্গিন এবং রোম্যানটিক।
Related
More Stories
উদ্বোধন হল নতুন সংসদ ভবন, নিজ কণ্ঠে ভয়েস-ওভার শাহরুখের
24Hrs Tv ওয়েব ডেস্ক : উদ্বোধন হল নতুন সংসদ ভবন। নির্ধারিত সূচি মেনেই সকাল থেকে নতুন সংসদ ভবন চত্বরে শুরু...
জিন্দলদের পড়ে থাকা জমিতে শিল্প গড়বে রাজ্য সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর
24Hrs Tv ওয়েব ডেস্ক : নবজোয়ার কর্মসূচিতে প্রানপনে লড়াই করে চলেছেন মুখ্যমন্ত্রী। এইবার এই কর্মসূচিতে শালবনিতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। শালবনির জনসভায়...
অভিষেকের সফর শেষ হতেই বাঁকুড়া জেলায় সাংগঠনিক রদবদল, বদলানো হল চার অঞ্চল সভাপতিকে
24Hrs Tv ওয়েব ডেস্ক : তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে যোগ দিতে জেলায় পা রেখেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
‘এখনই স্টেজ থেকে নেমে যান’, হেনস্থা হলেন অভিনেত্রী রুকমা রায়
24Hrs Tv ওয়েব ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় মুখ রুকমা রায়। এছাড়াও তিনি কিরণমালা ধারাবাহিকে রাজকুমারী কিরণমালা, দেশের মাটি ধারাবাহিকে...
সিরিয়াল শেষপথে,কিন্তু কথা দিয়েও কথা রাখতে পারছেন না অভিনেত্রী শোলাঙ্কি
24Hrs Tv ওয়েব ডেস্ক : কেবল গাঁটছড়া নয়, একের পর এক সিরিয়ালে অভিনয় করেছেন শোলাঙ্কি। ত্রুন প্রজন্মের অন্যতম ক্রাশ বলা...
‘এই ঘটনা থেকে আমাদের চোখ খুলে গেছে’, প্রশাসনিক ব্যর্থতার দায় স্বীকার করলেন মমতা
24Hrs Tv ওয়েব ডেস্ক : শনিবার খাদিকুলে মুখ্যমন্ত্রী বলেন, ''আমি এখানে জনসভা করতে আসিনি। তবে একটু আগেই আসা উচিত ছিল।...
Average Rating