খাদিকুল পরিদর্শনে মুখ্যমন্ত্রী, নিহত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি

Read Time:3 Minute

24Hrs Tv ওয়েব ডেস্ক : বিস্ফোরণকাণ্ডের ১১ দিনের মাথায়, আজ এগরার খাদিকুলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিহত ও আহত পরিবারকে আশ্বাস দিলেন তিনি। খাদিকুল গ্রামের অদূরে তৈরি হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। হেলিপ্যাডের ৫০০ মিটার দূরে সভামঞ্চে খাদিকুল বিস্ফোরণে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। গত ১৬ মে এগরার খাদিকুলে বেআইনি বাজি কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণে মৃত্যু হয়েছিল মূল অভিযুক্ত ভানু বাগ-সহ ১১ জনের। এই ঘটনার পরেই খাদিকুলে গিয়ে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও আইনি লড়াইয়ে পাশে থাকার বার্তা দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার সেখানে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

তাই নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা এলাকা। বসানো হয়েছে গার্ডরেল। মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় যাতে কোন খামতি না থাকে তাঁর জন্য নিরাপত্তাবাহিনীর কড়া নজর থাকছে সেখানে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। শুক্রবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘এগরার খাদিকুলে হেলিকপ্টার করে যাবে,গতকাল জামাই ষষ্ঠী ছিল, আমি বলেছিলাম ভানু বাগের বাড়িতে জামাই ষষ্ঠী করতে যাবেন, কালকে যাননি, আগামী কাল ভানু বাগের শ্রাদ্ধ আছে, ভানু বাগ ওনার সম্পদ।’ কটাক্ষ করতে ছাড়ে নি দিলিপ ঘোষ তিনি জানিয়েছেন যে, ওনার লোকেরা বোমা ফাটিয়ে লোককে মারবে, আর উনি প্যাকেজ দেবেন।’ এইভাবেই তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপি। যদিও তাতে কর্ণপাত করেননি মুখ্যমন্ত্রী।

এখনও পর্যন্ত জানা যাচ্ছে, আজ বেলা সাড়ে ১০টার কিছু পরে এগরার খাদিকুলে পৌঁছবেন তিনি। তিনি আরও জানান, নিহতদের পরিবারের হাতে আড়াই লক্ষ করে টাকা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। এবং পরিবার পিছু একটি করে হোমগার্ডের চাকরি দেওয়া হচ্ছে। মমতা নিহতদের পরিবারের সদস্যদের হাতে টাকার চেক তুলে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *