বাড়ি হারালেন রাঘব চাড্ডা! আদালতের দ্বারস্থ আপ সাংসদ

Read Time:2 Minute

নিজস্ব সংবাদদাতা: কদিন আগেই অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে মহা ধুমধামে বাগদান সেরেছেন রাঘব চাড্ডা। সামনেই তাদের বিয়ে। আর তার আগেই বাড়ি হারালেন আম আদমি পার্টির রাজ্যসভার সদস্য রাঘব চাড্ডা।
রাজ্যসভার সচিবালয় আপ নেতার জন্য বাংলো বরাদ্দ করা হয়েছিল। সাধারনত তা পেয়ে থাকেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যপাল বা মুখ্যমন্ত্রীরা। পরে টাইপ-VI বাংলো বরাদ্দ হয় তাঁর জন্য। এখন ঐ বাংলোরও যোগ্য না হওয়ার কারন দর্শীয়ে বাতিল হয়েছে রাঘবের সরকারি বাসভবন। ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন পরিণীতির হবু বর। রাঘবের দাবি, তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করেছে গেরুয়া শিবির।


রাজ্যসভা সচিবালয় সূত্রের খবর, রাঘব এখন Type-V-র জন্য যোগ্য। এই কারণেই তাঁর পুরনো সরকারি বাসস্থান বাতিল হয়েছে। বিষয়টিকে ভাল ভাবে নেননি তরুণ রাজনীতিবিদ। বাংলো বাতিলের নোটিস পাওয়া মাত্র পাটিয়ালা হাউস কোর্টের দ্বারস্থ হয়েছেন। আগেই রাজ্যসভার চেয়ারম্যান (উপরাষ্ট্রপতি) জগদীপ ধনকরের কাছে এই বিষয়ে লিখিত জানিয়েছিলেন চাড্ডা। যদিও এখনও পর্যন্ত মাথার উপর সরকারি ছাদ ফেরার সম্ভাবনা দেখা যায়নি। অন্য দিকে পাটিয়ালা হাউস কোর্ট জানিয়েছে, এই বিষয়ে পরবর্তী শুনানি ১০ জুলাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *