
হস্টেল ছাত্রের রহস্যমৃত্যুতে বিক্ষোভ জারি, ভোগান্তিতে রোগীরা
24Hrs Tv, ওয়েব ডেস্কঃ দীর্ঘ ২৪ ঘণ্টা পার। বরানগরের এনআইএলডি হাসপাতালের গেট আটকে পড়ুয়াদের বিক্ষোভ এখনও চলছে। হাসপাতালের কোনও পরিষেবা পাওয়া যাচ্ছে না, হচ্ছে না চিকিৎসা। চূড়ান্ত ভোগান্তির শিকার রোগীরা।
মঙ্গলবার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয় ছাত্রকে। চিকিৎসা পরিষেবার অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে দাবি করেন সহপাঠীরা। এরপরই হাসপাতালের গেট আটকে বিক্ষোভ শুরু করেন। হাসপাতালে জরুরি বিভাগ নেই, অ্যাম্বুলেন্সও নেই। বিক্ষোভকারীদের দাবি একাধিকবার পরিষেবা উন্নত করার প্রতিশ্রুতি দিলেও তা করা হয়নি।
বুধবারও চলছে পড়ুয়াদের বিক্ষোভ। পড়ুয়ারা হাসপাতালের মূল গেট আটকে বিক্ষোভে শামিল। দূরদুরান্ত থেকে রোগীরা এলেও তাঁরা ঢুকতে পারছেন না, সূত্রের খবর। গেটের বাইরে আটকে একাধিক চিকিৎসকও। ফলে আমজনতা চূড়ান্ত ভোগান্তিতে। কোনও চিকিৎসক চাইলে গেটের বাইরে বসে পরিষেবা দিতেই পারেন, এমনই আন্দোলনকারীদের দাবি। এর জন্য চেয়ার টেবিল যা প্রয়োজন ভিতর থেকে তা দেওয়া হবে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে তুমুল উত্তেজনা হাসপাতাল চত্বরে।
উল্লেখ্য, সোমবার গভীর রাতে হোস্টেলে মেলে প্রিয়রঞ্জন সিং নামে এক ছাত্রের দেহ। কলেজে দীর্ঘদিন ধরেই ব়্যাগিংয়ের শিকার হচ্ছিলেন ওই পড়ুয়া, পরিবারের দাবি। এমনকী অ্যান্টি ব়্যাগিং সেলেও জানানো হয়। এরপরই মোট ৯ জনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ তুলে বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের পরিবারের। কলেজের ২ সিনিয়রের নাম রয়েছে সেখানে। তারা দীর্ঘদিন ধরে প্রিয়রঞ্জনকে বিরক্ত করত, এমনটাই খবর।