দুর্গাপুর স্টিল প্ল্যান্টে গরম লোহার রড পড়ে বড়সড় দুর্ঘটনা, মৃত ১

Read Time:1 Minute

24Hrs Tv, ওয়েব ডেস্কঃ ঘটেছে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে। সেখানে মৃত্যু হয় এক শ্রমিকের। তিনজন শ্রমিক ভরতি হাসপাতালে, সূত্রের খবর। কারখানার ২নং ব্লাস্ট ফার্নেসে গরম লোহার রড পড়ে দুর্ঘটনা ঘটেছে, এমনই জানা গিয়েছে।
রবিবার সকালে দুর্গাপুর ইস্পাত কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা। কয়েকজন ঠিকা শ্রমিক পার্মানেন্ট ওয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত মডার্ন টেকনোলজি নামের সংস্থার অধীনে কাজ করছিলেন। চলছিল রেললাইন মেরামতির কাজ। তখনই ঘটে যায় বিপত্তি। সকাল ১০.৪৫ নাগাদ ২ নং ব্লাস্ট ফার্নেসে বিস্ফোরণ ঘটে, সূত্রের খবর। হট ল্যাডেল উলটে গরম লোহা পড়ে যায়।
মৃত শ্রমিকের নাম পল্টু বাউড়ি। এখানে কাজ করতেন ঠিকা শ্রমিক হিসেবে তিনি। ডিএসপি-র সিটু নেতা সৌরভ দত্ত জানান, এঁরা প্রত্যেকেই ঠিকা শ্রমিক। ঘটনার তদন্ত করে দেখা হবে, ডিএসপি সূত্রে খবর।
এ ধরনের দুর্ঘটনা নতুন নয়। মাঝেমধ্যেই ফার্নেসে বিস্ফোরণ ঘটে। যন্ত্রাংশগুলি রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে বলে অভিযোগ শ্রমিকদের। নিছকই দুর্ঘটনা কি না, তা খতিয়ে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *