ইজরায়েলে আটক বলিউড অভিনেত্রী! দেশে কী ভাবে ফিরবেন নুসরত?

Read Time:3 Minute

পায়েল মুখার্জী: 24Hrs Tv ওয়েব ডেস্ক: ইজরায়েল ও প্যালেস্টাইনের দ্বন্দ্ব নতুন কিছু নয়। এই দুই দেশের মধ্যে ফের শুরু অশান্তি। শনিবার সকালে হামাসরা হামলা চালায় ইজরায়েলে। ফলে এক যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। সেখানেই আটকে পড়লেন বলিউড অভিনেত্রী নুসরত ভারুচা। উদ্বিগ্ন অভিনেত্রীর ভক্ত এবং পরিবারের সর্দসরা। কী পদক্ষেপ নিয়েছে ভারত সরকার? রবিবার ইজরায়েল এবং প্যালেস্টাইন মিলিয়ে প্রায় ৫০০ মানুষ নিহত হওয়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। এই অবস্থায় প্যালেস্টাইনি সেনার পাশে দাঁড়িয়েছে ইরান। এমন এক ভয়াবহ পরিস্থিতির মধ্যেই ইজরায়েলে আটকে পড়েন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরত ভারুচা। শনিবার অর্থাৎ ৭ অক্টোবর বিকাল থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। তাঁর সঙ্গে যোগাযোগও নাকি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বলে জানা যায়। খবরটি প্রকাশ্যে আসতেই উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে তাঁর ফ্যান ও পরিবারের মাঝে।

সম্প্রতি ‘হাইফা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ অংশ নেওয়ার জন্য ইজরায়েলে যান নুসরত ভারুচা। এই উৎসবে তাঁর অভিনীত ‘অকেলি’ ছবিটি প্রদর্শিত হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন প্রণয় মেশরাম। তবে এই আনন্দ-উৎসবের মাঝে হঠাৎই আটকে পড়েন অভিনেত্রী। তার মধ্যেই ইজরায়েলে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। যার জেরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় অভিনেত্রীর সঙ্গে। এই হামলার পরেই টিম বা পরিবারের কেউই খোঁজ পাচ্ছিলেন না অভিনেত্রীর। দীর্ঘ সময় যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর অবশেষে রবিবার সকালে পাওয়া গেল স্বস্তির খবর। জানা গিয়েছে, একটি বাড়ির বেসমেন্টে আশ্রয় নিয়েছেন অভিনেত্রী। সেখানে সুরক্ষিত অবস্থাতেই রয়েছেন তিনি। এই খবর পেয়েই অভিনেত্রীকে দেশে ফেরানোর ব্যবস্থা করছে ভারত সরকার।প্রসঙ্গত,প্যালেস্টাইন-ইজরায়েলের মধ্যে বিবাদ বহু কালের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে জেরুজালেম ও গাজা স্ট্রিপের দখলকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে হামলা-পাল্টা হামলা বছরভর লেগেই থাকে। এপর্যন্ত একাধিক যুদ্ধও হয়েছে দুপক্ষের মধ্যে। ফের নতুন করে প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের হামলার পরে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *