
মেঘলা আকাশ,বঙ্গে কেমন থাকবে বৃষ্টির আঁচ?
24Hrs Tv ওয়েব ডেস্ক : সারাদিন মেঘলা আকাশে ভরপুর। কখনো একটানা কখনো বা একটু বিরতি নিয়ে বৃষ্টির উল্লাস দেখা যাচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, রাজ্যের পূর্ব দিকের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ হলেও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি চলবে আরও দুদিন। পশ্চিমবঙ্গের উপকূলে ও পশ্চিমের দিকের জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলায়।

বেশ কয়েকটি জেলাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে বলে জানা যাচ্ছে। উত্তরবঙ্গে মঙ্গলবারও অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টি বাড়বে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে । তবে বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। তবে কলকাতায় আংশিক মেঘলা আকাশ রয়েছে । বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দিনের তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের নিচে। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন। কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৪ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে ১৫.৮ মিলিমিটার। এই বৃষ্টি চলবে আরও দু দিন। তবে তার পরেও আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও হতে পারে।