
“এঁদের দেখে তৃণমূল করি বলে গর্ব হয় ” এমনটাই কেশপুরের জনসভায় বললেন অভিষেক
২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : আজ কেশপুরে অভিষেকের জনসভা হয়। এদিন কেশপুরের সভায় শেখ হসিরুদ্দিনকে স্টেজে ডাকেন অভিষেক। এই জনসভা থেকে তিনি জানিয়ে কোনও রাজনৈতিক দলের সঙ্গে শেখ হসিরুদ্দিন যুক্ত নন। এদিন জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আবাস যোজনার বাড়ির লিস্টে নাম এসেছে। তাঁকে পঞ্চায়েত অফিস থেকে আধার সহ সব নথি জমা করতে বলা হয়েছিল। কিন্তু হসিরুদ্দিন বলেছিলেন, বাড়ির টাকা নেব না। ১ লক্ষ ৩০ হাজার টাকা বাড়ি বানাতে লাগবে। তার সঙ্গে আরও ৩ লক্ষ টাকা লাগবে বাড়ি বানাতে। সেই খরচা করলে মেয়ের বিয়ে দিতে পারব না। এই হসিরুদ্দিনের মতো মানুষই আগামীদিনে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের মুখ হতে চলেছে। এই লোকেদেরই স্বীকৃতি দেব। করে কম্মে খাওয়ার লোকেদের দিন শেষ। এরা আমাদের গর্ব। আমি গর্বিত এমন একটা রাজ্যে থাকি, যেখানে শেখ হসিরুদ্দিনের মতো মানুষ রয়েছেন।’’ এছাড়াও তিনি শেখ হসিরুদ্দিনকে আশ্বস্ত করে বলেন তাঁর মেয়ের বিয়ের সব দায়িত্ব নেওয়ার কথাও জানান ।
কেশপুরের গোলার পঞ্চায়েত সদস্যা মঞ্জু দলবেরা এবং তাঁর স্বামী অভিজিৎ দলবেরা, তৃণমূলের বুথ সভাপতি। তাঁরা দীর্ঘদিন ধরে তৃণমূল করেন। তাঁরা ভাঙা ঘরে থাকেন । ফিরিয়ে দিয়েছেন আবাস যোজনার সাহায্যের প্রস্তাব। এদিন মঞ্জু দলবেরা এবং তাঁর স্বামী অভিজিৎ দলবেরা মঞ্চে তুলে অভিষেক বললেন, এঁদের দেখে তৃণমূল করি বলে গর্ব হয়। মঞ্জু দলবেরা জানান, “এই জন্যই নিইনি যে ওই টাকা আমাদের কোনও কাজে লাগবে না। যে টাকা ছেলে মেয়ের জন্য রেখেছি, সেটা বাড়ির জন্য দিয়ে দিলে ওদের মানুষ করতে পারব না।’’ এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “এঁরাই আগামীদিনে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের মুখ।’’