
‘মুখ্যমন্ত্রীকে প্রণাম করিনি’, উল্টো সুর শুভেন্দুর!
24Hrs Tv, ওয়েব ডেস্কঃ গত শুক্রবার শুভেন্দু বলেছিলেন বড়দের তো প্রণাম করতেই হয়। মঙ্গলবার শুভেন্দু অধিকারী বলেন, “আমি প্রণাম করিনি।” মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ নিয়ে জলঘোলা শুরু হয়েছে গেরুয়া শিবিরের। সাংবাদিক বৈঠকে প্রণামের বিষয়টি নিয়ে কোনও কথা না বললেও জানান প্রণাম করেননি তিনি এদিন। চেয়ারেও বসেননি, চাও খাননি। বিষয়টি নিয়ে দলের কর্মীদের মধ্যে যে বিভ্রান্তি তৈরি হয়েছে তা সোমবারই বিজেপির প্রাক্তন রাজ্য সহ-সভাপতি রাজকমল পাঠক চিঠি দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষকে। কিন্তু শুভেন্দু অধিকারী যে প্রণাম করেছেন মুখ্যমন্ত্রীকে। তা সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে। এই নিয়েই প্রশ্ন তুলেছেন বিজেপি রাজ্য কমিটির সদস্য রাজকমল পাঠক।
এদিন চিঠি প্রসঙ্গে শুভেন্দু অধিকারী প্রথমে কিছু বলবেন না বলে অস্বস্তি এড়িয়ে পরে বলেন, “রাজকমল পাঠক আমাদের পার্টির বর্ষীয়ান নেতা। রাজকমল পাঠকও ভবিষ্যতে তৃণমূলের বড় নেতা কাউকে হারিয়ে তিনিও পার্টির একনিষ্ঠ নেতা তা প্রমাণ করবেন এই আশাটা রাখব।’’রাজনৈতিক মহলে এনিয়ে জল্পনা তুঙ্গে।
এদিকে, শুভেন্দু পঞ্চায়েত নির্বাচন নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দেন। পঞ্চায়েত স্তরে পুনর্বিন্যাস ও আসন সংরক্ষণ নিয়ম মেনে হচ্ছে না এমনই অভিযোগ বিরোধী দলনেতার। রাজ্য নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিলেন তিনি। তফসিলি জাতি ও উপজাতি সংক্রান্ত তথ্যে গরমিল করার সুযোগ রয়েছে ব্লক প্রশাসনের, এমনটাই তাঁর অভিযোগ। বিধানসভার ভারপ্রাপ্ত সচিবের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা-সহ বিজেপি বিধায়করা এদিন। একাধিক বিষয় নিয়ে সচিবকে অভিযোগ জানান তিনি।
পাশাপাশি, রাজ্য সরকার স্থায়ী সচিব নিয়োগ করছে না, এও অভিযোগ করেন শুভেন্দু। নিয়োগ করা হচ্ছে না ভাস্করব্রত ভট্টাচার্যকে। এ প্রসঙ্গে সোমবারই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানান, তিনজন করে নাম দেওয়া হয়। সেটা দেওয়া হয়নি বলেই আবার পাঠানো হয়েছে।