‘আমি বদলে গিয়েছি’, মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

Read Time:2 Minute

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : আজ, সোমবার একটি মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আক্ষেপ করে বলেন , ‘আমি বদলে গিয়েছি, আগের মতো আর নেই, ভগবান থেকে এখন শয়তান’। সূত্রের খবর , এক মহিলা মামলাকারী বঞ্চনার অভিযোগ তুলে বিচারপতির কাছে কাতর ভাবে আবেদনে জানান , ‘আপনাকে ভগবানের মতো দেখি, সাহায্য করুন’। এই মামলাকারী মন্তব্যের জেরে বিচারপতি আক্ষেপ করে মন্তব্য করেন , আমি আর আগের মতো নেই, ভগবান থেকে শয়তান হয়ে গিয়েছি

সূত্রের খবর , ওই মহিলা এদিন এজলাস ছেড়়ে যাওয়ার সময় হঠাৎ পা পিছলে পড়ে যান। আবেদনকারী মহিলা বিচারপতিকে বলেন, তাঁর মাথা ঘুরে গিয়েছিল । বিচারপতি গঙ্গোপাধ্যায় এরপর ওই মহিলাকে ভরসা দিয়ে বলেন,মামলা হবে, সাবধানে যান, চিন্তা করবেন না। রাজ্যে দুর্নীতি নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একের এক যুগান্তকারী রায় কার্যত হইচই ফেলে দিয়েছে।

তাঁর নির্ভিক আচরণে সাধারণ মানুষের কাছে এখন অন্যতম জনপ্রিয় নাম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে একের পর এক দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিয়েছেন । সূত্রের খবর ,কেউ বলেন তিনি সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট, কেউ বলেন তিনি জনগণের বিচারপতি। কেউ বলেন তিনি আইনের এ বি সি ডি-ও জানেন না। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে বিগত ১০ মাসে নিয়োগ ও বদলি সংক্রান্ত ১০টি মামলায় তদন্তভার তিনি তুলে দিয়েছেন । তিন দফায় ১৮৭ জন চাকরিপ্রার্থী দুর্গাপুজোর মুখে শিক্ষক-শিক্ষিকার চাকরি পেতে চলেছেন তাঁরই নির্দেশে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *