
‘সেদিন খুব কাঁদব!’মেয়ের বিয়ের তারিখ ঘোষণা করলেন আমির…
পায়েল মুখার্জী: 24Hrs Tv ওয়েব ডেস্ক: অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির খান কন্যা ইরা খান। কথা ছিল চলতি বছরেই সাত পাকে বাঁধা পড়বেন আমির-কন্যা ইরা খান। তবে কোনও এক অজ্ঞাত কারণে সেই বিয়ের তারিখ বাতিল হয়। শেষ পর্যন্ত মেয়ের বিয়ের কথা নিজেই জানালেন সুপারস্টার আমির খান। গত বছরের ১৮ নভেম্বর আমিরের জিম ইনস্ট্রাকটর নূপুর শিখরের সঙ্গে বাগদান পর্ব সারেন ইরা।

করোনাকালে একে অপরের প্রেমে পড়েছিলেন ইরা ও শিখর। সেই সময় আমিরের শারীরিক প্রশিক্ষক ছিলেন শিখর। প্রায় দু’বছর সম্পর্কে থাকার পর নতুন এক অধ্যায় শুরু করেন ইরা-শিখর। তার পর ঠিক ছিল যে চলতি বছরেই অক্টোবর মাসে শিখরের সঙ্গে সাত পাকে বাধাঁ পড়বেন ইরা। তবে কোনও কারণে সেই বিয়ের তারিখ পিছিয়ে যায়। জানা যাচ্ছে যে ২০২৪ সালের ৩ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসবেন ইরা খান। অতএব একমাত্র মেয়ের বিয়ের তোড়জোড় এবার শুরু করে দিয়েছেন আমির। মেয়ের বিয়ের তারিখ ঠিক হতেই কেঁদে ভাসাচ্ছেন আমির খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির জানালেন, ‘মেয়ের বিয়ের দিন খুব কাঁদব। কারণ আমি আমার আবেগ চেপে রাখতে পারি না।’ তিনি আরও বলেন ‘নুপুর অত্যন্ত ভালো ছেলে। ইরার জন্য নূপুরই একেবারে যোগ্য সঙ্গী।’ তাঁর কথায়, ‘এই কথাটা হয়তো সিনেমার সংলাপের মতো শোনাবে। তাও বলছি যে নূপুর আমার শুধু জামাই নয় আমার ছেলেই। ইরা যে সময় অবসাদের সঙ্গে লড়াই করছিল, সেই সময় সে প্রতিটা মুহূর্তে মেয়েকে সঙ্গ দিয়েছে। আর ওরা একে অপরের সঙ্গে খুশি সেটাই যথেষ্ট’।

প্রসঙ্গত, বেশ কিছুদিন নিজেকে সিনেমা-শ্যুটিং থেকে সরিয়ে রেখেছেন আমির খান। সম্প্রতি আগামী ছবির কথা ঘোষণা করেছেন অভিনেতা। রাজকুমার সন্তোষী ও সানি দেওলের সঙ্গে একটি ছবি করছেন আমির। ছবিটি প্রযোজনার দায়িত্বেও রয়েছেন তিনি। লাল সিংহ চড্ডার ব্যর্থতার পর কিছুদিনের ব্রেক নিয়েছিলেন তিনি। বর্তমানে পরিবার ছেলে-মেয়েদের সঙ্গে সময় কাটাচ্ছেন বিটাউন অভিনেতা আমির খান। আর এই বিষয় প্রশ্ন করা হলে আমির খান বলেন যে সিনেমা থেকে বিরতি নেওয়ার ফলে তাঁর সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে পেরেছেন তিনি।