‘আমি এই সেলে থাকবো না’, বায়না ধরলো বালু

Read Time:2 Minute

24Hrs Tv ওয়েব ডেস্ক : রেশমি খাতুন : জেল নাকি মামারবাড়ি এমন প্রবাদ বহুমুখে’ই প্রচলিত। এবার মামার বাড়ি আসতেই বায়না ধরলেন জোত্যিপ্রিয়। প্রেসিডেন্সি জেলের সাত নং সেলের সামনে নিয়ে আসা হলে তিনি বায়না ধরলেন যে তিনি রাজ্যের মন্ত্রী, জেল রাজ্য সরকারের আওতায়, তাই তিনি জেলে থাকবেন না। আরও দাবি জোত্যিপ্রিয়’র তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হোক এমনটাই জেল সূত্রে খবর। তিনি আর জেলে থাকবেন না ,তিনি এসএসকেএম হাসপাতালে থাকতে চান। যদিও জেল চিকিৎসকের তরফে জানানো হয় যে তিনি এখন এতটাও অসুস্থ নন যে তাঁকে এসএসকেএম হাসপাতালে থাকতে হবে। তাঁকে প্রেসিডেন্সি জেলে চল্লিশ স্কোয়ার ফুটের সেলটির কাছে নিয়ে এলে তিনি এমন মন্তব্য করেন বলে সূত্রের খবর। তবে কোন জেলে কোন সেলে থাকবেন তিনি? স্বাস্থের অবনতি হতেই কি তিনি এসএসকেএমে যেতে চাইছেন ? এমন নানা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে রাজ্য রাজনীতির আনাচে কানাচে।

এর আগে তিনি বারবার সংবাদমাধ্যমের সামনে দাবি করেছেন তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে দিনের পর দিন। বাঁ হাত এবং বাঁ পা কাজ করছে না তাঁর। অর্থাৎ তিনি অসুস্থ সেকথা বারবার জানান দিয়েছেন তিনি। এর আগেও তাঁর স্বাস্থপরীক্ষাও হয়েছে, তবুও সুস্থ হয়ে উঠছেন না জোত্যিপ্রিয়। জেলে ঢোকার মুখে সংবাদমাধ্যমের প্রশ্নের সম্মুখীন হয়েছেন তিনি। জানিয়েছেন “ইডি থেকে তো মুক্ত হলাম, এখন জেলে যাচ্ছি”। তিনি আরও বলেন যে বাঁ হাত এবং পায়ে সমস্যা তাই তিনি হাসপাতালে অ্যাডমিট হবার চেষ্টা করছেন। এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলের পয়লা বাইশ ওয়ার্ডের ৭ নম্বর সেলে রয়েছেন জ্যোতিপ্রিয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *