কপাল চকচক করলে মিলতে পারে সুন্দরবনে বাঘের দেখা

24Hrs Tv, ওয়েব ডেস্কঃ কপাল চকচক করলে পর্যটকেরা কোনও কোনও সফরে দেখা পান, আবার কখনও কখনও খালি হাতেই ফিরতে হয় খালি হাতেই। কিন্তু এবারে একেবারে একসঙ্গে চার-চারটে! এমনই বিরল দৃশ্য দেখা গেল সুন্দরবনের জঙ্গলে। দুই পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার, সঙ্গে দুটি শাবক। সোমবার মূলত সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের সজনেখালি রেঞ্জ অফিসের চোরাগাজিখালি জঙ্গলের কাছে একটি বাঘিনীকে প্রথম লক্ষ্য করে পর্যটকদের জলযান। চারটি বাঘের একসঙ্গে নদী সাঁতরানোর দৃশ্য ক্যামেরাবন্দি হল। খুব কমই দেখা যায় এরকম দৃশ্য সুন্দরবনে।
এখানে পর্যটকদের মূল আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার। তার টানে এসে বাঘ দেখতে পাওয়াও এখন আর খুব বিরল নয়। একসঙ্গে বাঘিনী ও তিনটি শাবক দেখার ঘটনা একেবারেই বিরল। ঠিক কবে শেষ সুন্দরবনের জঙ্গলে এভাবে শাবক নিয়ে বাঘিনীকে দেখা গিয়েছে, তা মনে করতে পারছেন না বনদফতরের আধিকারিকরা। একদিকে এভাবে বাঘিনীর বাচ্চাকে নিয়ে জঙ্গলে বসে থাকা ও সাঁতার কাটার দৃশ্য দেখে যেমন খুশি পর্যটকরা, অন্যদিকে খুশি ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরাও। প্রতিনিয়ত বাঘ যে সুন্দরবনের জঙ্গলে বাড়ছে, এভাবে দর্শন তার প্রমাণ করে রাখে। জানা গিয়েছে, দু’দিন আগেই সুন্দরবনের দোবাঁকি জঙ্গলে জোড়া বাঘের মারামারি নদীর পাড়ে বসে থাকা অবস্থাতেই ক্যামেরাবন্দি করেছিলেন পর্যটকরা।
শীতের শুরুতেই মনোরম আবহাওয়ায় শুরু হয়েছে সুন্দরবন ভ্রমণ। গত সোমবার সুন্দরবনের জঙ্গলে ভিড় ছিল ভালই। সকাল থেকেই পর্যটকদের বাঘ দেখার জন্য কয়েকটি বোট ঘোরাফেরা করছিল। বেলা বাড়তেই সেখানে আরও বেশি পর্যটকদের বোট চলে আসে। এরপর সকলে মিলে যা দেখলেন, তা সত্যিই বিরল! ভ্রমণ সংস্থার এক কর্তা বলেন, “চারটি বাঘ একসঙ্গে প্রথম আমরাই দেখতে পাই এবং অনেক কাছ থেকে। সত্যিই এক বিরল দৃশ্য। প্রায় দু-আড়াই ঘণ্টা ধরে বাঘ এবং বাচ্চাকে জঙ্গল থেকে ওঠানামা করতে এবং নদীতে সাঁতরাতে দেখা যায়।”
অনেক সময় বাঘিনী পুরুষ বাঘের থেকে শাবকদের নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য নদী পেরিয়ে বিভিন্ন ঝোপঝাড়ে আশ্রয়ের জন্য নিয়ে যায়। শাবক-সহ নদীর পাশে ঝোপের কাছে দর্শন মিলল রয়্যাল বেঙ্গলের। নদীতে একটু ভাটা পড়তেই বাঘিনী ছানাদের নিয়ে এক দফা সাঁতারও শেখাল! জানা গিয়েছে, বাচ্চাগুলিকে সুন্দরবনের খাঁড়ির একপাড় থেকে অন্যপাড়ে নিয়ে গেল। তবে বাঘ চারটের মধ্যে দুটি বাচ্চাও দুটি বড় হতে পারে।
ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর তাপস দাস বলেন, “চারটি বাঘকে একসঙ্গে দেখা গিয়েছে সজনেখালি রেঞ্জ অফিসের চোরাগাজিখালির জঙ্গলে। মূলত চারটি বাঘকে এভাবে দেখতে পাওয়া সত্যিই খুব বিরল ঘটনা। এটা থেকে প্রমাণ হয়, সুন্দরবনের জঙ্গলে বাঘ বাড়ছে। চারটি বাঘের মধ্যে দুটি ছোট এবং দুটি পূর্ণবয়স্ক বাঘ বলে মনে করা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *