মুড়ি-মুড়কির মতো এই অ্যান্টাসিড খাচ্ছেন, এতেই দেখা দেয় বড় বিপদ

Read Time:2 Minute, 21 Second

24Hrs Tv ওয়েব ডেস্ক : গ্যাস অম্বল, পেট ব্যাথা ? মুঠো ভর্তি অ্যান্টাসিড খেয়ে শরীরের ক্ষতি করছেন না তো। তবে এইভাবে শরীরের ক্ষতি না করে কিছু নিয়মে চললে নিমিশেই ঘরোয়া পদ্ধতিতে পেতে পারেন আরাম। অ্যান্টাসিড হল ওভার দ্য কাউন্টার ড্রাগ। যা কোনও রকম প্রেসক্রিপশন ছাড়াই দোকান থেকে কেনা যায়। আর এতেই হয়েছে যত বিপদ। না বুঝেশুনে অ্যান্টাসিড খাওয়া উচিত নয়। এই ওষুধের মূল কাজ হল পাকস্থলীর অ্যাসিডকে প্রশমিত করা। ফলে সাময়িক ভাবে সমস্যা কমে। এছাড়াও এই ওষুধ পেটের আলসার, কস্থলীর লাইনিং এর প্রদাহ কমায়। তবে অত্যধিক পরিমাণে অ্যান্টাসিড খেলে কী ক্ষতি হয় জানুন।

জানেনে কি অত্যধির অ্য়ান্টাসিড খাওয়ার ফলে হতে পারে মাথা যন্ত্রণার সমস্যাও এবং কিডনির অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে। এছাড়াও এতে হৃদযন্ত্রের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে হৃদরোগের আশঙ্কা মারাত্মক ভাবে বেড়ে যায়। অনেকেই খালিপেটে অ্যান্টাসিড খান। এই অভ্যেস অবিলম্বে ত্য়াগ করতে হবে। কারণ বিশেষজ্ঞদের মতে, প্রয়োজন পড়লে খাবার খাওয়ার আগে বা পড়ে অ্যান্টাসিড খেতে হবে। এই ওষুধ ২-৪ ঘণ্টা কাজ করে। তাই একটি ওষুধ খেয়ে কাজ না হলে তারপরেই আর একটি ওষুধ খাওয়া চলবে না।

অন্তঃসত্ত্বা মহিলা , ব্রেস্টফিড করান যাঁরা, উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, যাঁদের কিডনির সমস্যায় ভুগছেন, যাঁরা লিভার সিরোসিস রয়েছে, যাঁদের হার্টের সমস্যায় আক্রান্ত তাঁদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। সুস্থ মানুষদেরও এই বিষয়ে সতর্কতা রাখা উচিত।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *