
মুড়ি-মুড়কির মতো এই অ্যান্টাসিড খাচ্ছেন, এতেই দেখা দেয় বড় বিপদ
24Hrs Tv ওয়েব ডেস্ক : গ্যাস অম্বল, পেট ব্যাথা ? মুঠো ভর্তি অ্যান্টাসিড খেয়ে শরীরের ক্ষতি করছেন না তো। তবে এইভাবে শরীরের ক্ষতি না করে কিছু নিয়মে চললে নিমিশেই ঘরোয়া পদ্ধতিতে পেতে পারেন আরাম। অ্যান্টাসিড হল ওভার দ্য কাউন্টার ড্রাগ। যা কোনও রকম প্রেসক্রিপশন ছাড়াই দোকান থেকে কেনা যায়। আর এতেই হয়েছে যত বিপদ। না বুঝেশুনে অ্যান্টাসিড খাওয়া উচিত নয়। এই ওষুধের মূল কাজ হল পাকস্থলীর অ্যাসিডকে প্রশমিত করা। ফলে সাময়িক ভাবে সমস্যা কমে। এছাড়াও এই ওষুধ পেটের আলসার, কস্থলীর লাইনিং এর প্রদাহ কমায়। তবে অত্যধিক পরিমাণে অ্যান্টাসিড খেলে কী ক্ষতি হয় জানুন।
জানেনে কি অত্যধির অ্য়ান্টাসিড খাওয়ার ফলে হতে পারে মাথা যন্ত্রণার সমস্যাও এবং কিডনির অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে। এছাড়াও এতে হৃদযন্ত্রের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে হৃদরোগের আশঙ্কা মারাত্মক ভাবে বেড়ে যায়। অনেকেই খালিপেটে অ্যান্টাসিড খান। এই অভ্যেস অবিলম্বে ত্য়াগ করতে হবে। কারণ বিশেষজ্ঞদের মতে, প্রয়োজন পড়লে খাবার খাওয়ার আগে বা পড়ে অ্যান্টাসিড খেতে হবে। এই ওষুধ ২-৪ ঘণ্টা কাজ করে। তাই একটি ওষুধ খেয়ে কাজ না হলে তারপরেই আর একটি ওষুধ খাওয়া চলবে না।
অন্তঃসত্ত্বা মহিলা , ব্রেস্টফিড করান যাঁরা, উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, যাঁদের কিডনির সমস্যায় ভুগছেন, যাঁরা লিভার সিরোসিস রয়েছে, যাঁদের হার্টের সমস্যায় আক্রান্ত তাঁদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। সুস্থ মানুষদেরও এই বিষয়ে সতর্কতা রাখা উচিত।
Related
More Stories
বাঙালির শেষ পাতে চাটনি, প্রত্যেকদিন হবে বিয়ে বাড়ি
24Hrs Tv ওয়েব ডেস্ক : খাবার শেষে যদি হয় চাটনি তাহলে পাত একেবারে ফাঁকা। চাটনি খেতে কে না ভালবাসে। তবে...
ঘুমে চোখ ঢুলু ঢুলু, ভাত খেলেই ঘুম পাচ্ছে, কি বলছেন পুষ্টিবিদরা
24Hrs Tv ওয়েব ডেস্ক : ভাত হল বাঙালিদের একান্ত প্রিয় খাবার। একবেলা ভাত না খেলে চলে না বাঙালির। আবার অনেকে...
‘এখনই স্টেজ থেকে নেমে যান’, হেনস্থা হলেন অভিনেত্রী রুকমা রায়
24Hrs Tv ওয়েব ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় মুখ রুকমা রায়। এছাড়াও তিনি কিরণমালা ধারাবাহিকে রাজকুমারী কিরণমালা, দেশের মাটি ধারাবাহিকে...
সুস্থ থাকতে গরম জলে নুন মিশিয়ে স্নান, দূর করবে নানান রোগ
24Hrs Tv ওয়েব ডেস্ক : গরমে ঘামের সঙ্গে শরীর থেকে প্রচুর পরিমাণে নুন বেরিয়ে যায়। সে কারণেই শরীর খুব 'স্ট্রেস'...
আপনি কি আপনার তরুণত্ব ধরে রাখতে চান,তালিকায় যোগ করুণ এই সমস্ত খাবার
24Hrs Tv ওয়েব ডেস্ক : ত্বকে বলিরেখা, যৌবনত্ব ধরে রাখতে চান। তবে অবহেলা না করে, এখন থেকেই পাল্টে ফেলুন অভ্যেস।...
জামাই ষষ্ঠীর দিন জামাই আদরে ভেসে গিয়ে পেটের সমস্যা? মুক্তি দিতে পারে ঘরোয়া টোটকা
24Hrs Tv ওয়েব ডেস্ক : শ্বশুরবাড়িতে একের পর এক জিভে জল আনা পদ সাজিয়ে দেওয়া হবে সামনে। ইলিশ, পাঁঠার মাংস,...
Average Rating