ডেঙ্গু নিয়ে ধুন্ধুমার বিজেপির পুরসভা অভিযানে, ধরনা, আটক অগ্নিমিত্রা-সহ অনেকে

Read Time:2 Minute

24Hrs Tv, ওয়েব ডেস্কঃ ডেঙ্গু নির্মূল করতে যথাযথ কাজ করছে না কলকাতা পুরসভা, বৃহস্পতিবার এই অভিযোগ তুলে পথে নেমে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন বিজেপি যুব-মোর্চার কর্মী, সমর্থকরা। এদিন তাঁদের পুরসভা অভিযান ছিল। রাজ্য বিজেপির সদর দফতর মুরলিধর সেন লেনের কার্যালয় থেকে পুরসভা পর্যন্ত মিছিলে শামিল হন সজল ঘোষ, অগ্নিমিত্রা পল, সজল ঘোষ, মীনাদেবী পুরোহিত-সহ বহু নেতা,কর্মী। সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে পুরসভার দিকে এগোতেই মিছিল পুলিশি বাধার মুখে পড়ে। ব্যারিকেড দিয়ে ঘেরা ছিল গুরুত্বপূর্ণ রাস্তা। ধস্তাধস্তি শুরু হয় পুলিশের সঙ্গে বিজেপি সমর্থকদের। গায়ের জোরে ব্যারিকেড, গার্ডরেল সরিয়ে দিতে সক্ষম হন গেরুয়া ব্রিগেডের যুব কর্মীরা। ধরনা শুরু করেন অগ্নিমিত্রা পাল, সজল ঘোষরা রাস্তায় বসে এমনটাই দেখা গিয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ সঙ্গে সঙ্গে কয়েকজনকে আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়। অগ্নিমিত্রা পাল, মীনাদেবী পুরোহিতকেও আটক করা হয়।
সময়ানুযায়ী, দুপুর ১টা নাগাদ জমায়েত করেন তাঁরা। এরপর হাতে ডেঙ্গু সচেতনতার পোস্টার এবং তাতে কলকাতা পুরসভার গাফিলতির অভিযোগে স্লোগান লিখে মিছিল শুরু করে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব সূত্রের খবর। মিছিলে সামনের সারিতে ছিলেন যুব মোর্চার বর্তমান রাজ্য সম্পাদক অগ্নিমিত্রা পাল, ছিলেন কাউন্সিলর সজল ঘোষ, মীনাদেবী পুরোহিত। এই পরিস্থিতিতে পুরসভার উচিত রোজকার মতো তথ্য প্রকাশ করা এমনই দাবি তাঁদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *