নন্দীগ্রামে কুণাল ঘোষের সামনেই দিবস উপলক্ষ্যে তৃণমূলের সভায় বিশৃঙ্খলা !

Read Time:2 Minute

২৪ আওয়ার্স টিভি ওয়েব ডেস্ক : নন্দীগ্রামে দিবস উপলক্ষ্যে একই জায়গায় বিজেপি ও তৃণমূল দুটি আলাদা সভা আয়োজিত করছে । দুপুরে গোকুলনগরে পদযাত্রা করবেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। আর সকালে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে সভা ছিল শাসকদলের। সেই প্রতিরোধেই গণ্ডগোল বেঁধে যায় । কোন নেতা মঞ্চে থাকবেন সেটা নিয়ে কুণাল ঘোষের সামনেই হাতাহাতি অবধি সৃষ্টি হয় । তবে শহিদ স্মরণে নীরবতা পালনের পর বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলেন কুণাল।

বিক্ষোভকারীদের উদ্দেশে কড়া বার্তা ছিল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের । উল্লেখ্য ,তৃণমূল গত ১ নভেম্বরই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাসতালুকের দায়িত্ব কুণাল ঘোষের ওপর তুলে দিয়েছে । পঞ্চায়েত ও হলদিয়া পুরভোটের আগেই কুণালকে এই দায়িত্ব দেয় শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, ওই দিন থেকেই কুণালকে হলদিয়া থেকে কাজ শুরুর নির্দেশও দেওয়া হয়। হলদিয়া, নন্দীগ্রাম-সহ পূর্ব মেদিনীপুরের দায়িত্ব সামলাবেন তিনি। জেলা ও ব্লক নেতৃত্বের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে এবার তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের । সেদিনই দুই বিজেপি নেতার সঙ্গে দেখা হয়েছিল তাঁর। দায়িত্ব পেয়েই কি শুভেন্দু-গড়ে ভাঙন ধরানোর কাজ শুরু করলেন কুণাল, আর সে দিন থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল ।

সূত্রের খবর , শহিদ মঞ্চে মালা দেওয়ার পর মূল মঞ্চে অনুষ্ঠান শুরুর আগেই বিক্ষোভে নামে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে । তবে আসল ঝামেলা হয় , মঞ্চে কোন নেতা থাকবেন, কোন নেতা বক্তব্য রাখবেন এই নিয়েই । স্থানীয় নেতারা বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করলেও তাঁরা কথা শোনেননি। পরে কুণাল ঘোষ নিজেই কথা বলে ভরসা দেন। এর পর শহিদ স্মরণে নীরবতা পালনের পরই বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলেন কুণাল। তার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শুরু হয়েছে অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *