৭০তম বর্ষে সুরুচি সংঘের ভাবনা ‘মা তোর একই অঙ্গে এত রূপ’

Read Time:1 Minute

24Hrs Tv ওয়েব ডেস্ক : প্রতীক্ষার অবসান। মা এসে গিয়েছেন। তাক লাগানো পুজো মণ্ডপ সুরুচি সংঘের। এবারে ৭০তম বর্ষে পদার্পণ করেছে। মহালয়ার দিন ভার্চুয়ালি সুরুচি সংঘের পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনের দিন থেকেই ভিড়ে ঠাসা সুরুচি সংঘ। সুরুচি সংঘের পুজো মণ্ডপ পরিবেশবান্ধব, থিমের নাম ‘মা তোর একই অঙ্গে এত রূপ’। চলতি বছর সুরুচি সংঘের মণ্ডপে দেখা যাবে বাংলার বিভিন্ন শিল্পের পরিচয়। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইলারের ভাবনায় এই মণ্ডপ গড়ে উঠেছে।বাঁকুড়ার টেরাকোটা থেকে শুরু করে মেদিনীপুরের পটচিত্র, সবই দেখা যাবে সুরুচি সংঘের মণ্ডপে। সম্পূর্ণ সুতোর কাজে তৈরী মণ্ডপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *