রাম আবহে পেট্রোল ঘিরে মধ্যবিত্তের পকেটে টান রয়েই গেল

24 Hrs Tv: নিজস্ব প্রতিনিধি: অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি 80 ডলারের নিচে। ফলে ডিজেল ও পেট্রোলের দামে কোনো পরিবর্তনের সম্ভাবনা প্রায় নেই। শনিবার কলকাতায় পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা প্রতি লিটার, ডিজেল ৯২.৭৬ প্রতি লিটার। গত শুক্রবার থেকে কলকাতায় দামে কোনও পরিবর্তন রেকর্ড হয়নি৷ উল্লেখ্য, পেট্রোলের মূল্য টানা ৬ মাস ধরে কলকাতায় এই হার অপরিবর্তিত রয়েছে৷

ভারতে পেট্রোল এবং ডিজেলের দাম বিভিন্ন কারণে নির্ধারিত হয়। যেমন মালবাহী চার্জ, মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং স্থানীয় কর। যদিও বিভিন্ন রাজ্যে তা ভিন্নভাবে পরিচালিত হয়ে থাকে। ২০২২ সালের মে মাস থেকে জ্বালানির হার অপরিবর্তিত রয়েছে, যদিও ওই সময় কেন্দ্রীয় সরকার এবং বেশ কয়েকটি রাজ্য জ্বালানি কর কমিয়ে ছিল। আবগারি কর, বেস প্রাইসিং এবং প্রাইস ক্যাপের মাধ্যমে সরকার জ্বালানির দাম নিয়ন্ত্রণ করে।

কেন্দ্রীয় সরকার পেট্রল ও ডিজেলের এক্সাইজ ডিউটি কমানোর পরেই রাজ্যে কমে আসে জ্বালানির দাম। তবে এখনও প্রায় ১০০ টাকার কাছে ঘোরাফেরা করছে পেট্রোপণ্যের দাম। আগেই এত বেশি পরিমাণে জ্বালানির র্মূল্য উর্দ্ধমুখী, তাই নতুন করে মূল্য কমলেও মধ্যবিত্তের পকেটে টান রয়েই গিয়েছে।

অন্যদিকে, গ্যাসের দামেও গত কয়েকদিনে আগুন লেগেছে। পেট্রোল-ডিজেলের জন্য পরোক্ষভাবে সবজি থেকে মাছ বাজারের ওপর প্রভাব ফেলেছে। কাঁচা শাক-সবজি, মাচের দাম আকাশ ছোয়া এরই সঙ্গে মধ্যবিত্তকে হিমশিম খেতে হচ্ছে এলপিজির দাম বাড়তেই। নতুন করে দাম কমার অপেক্ষায় উপভোক্তারা। বর্তমান পেট্রোল -ডিজেলের দাম নিয়ন্ত্রণে আনতে একে জিএসটির আওতাভুক্ত করতে চাইছে সরকার। এই নিয়ে ইতিমধ্যে একপ্রস্থ আলোচনা হয়েছে রাজ্য সরকারগুলির সঙ্গে।

আপনি যদি একজন বিপিসিএল গ্রাহক হন, তাহলে পেট্রল-ডিজেলের দাম দেখতে RSP <ডিলার কোড> লিখে 9223112222 নম্বরে পাঠান। আর HPCL গ্রাহকরা HPPRICE <ডিলার কোড> লিখে 9222201122 নম্বরে পাঠান। শুধু তাইই নয়, ইন্ডিয়ান অয়েল (IOC) গ্রাহকরা RSP <ডিলার কোড> লিখে 9224992249 নম্বরে পাঠালে মেসেজের মাধ্যমে সর্বশেষ পেট্রল ও ডিজেলের দাম সম্পর্কে জানা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *