
উদ্বোধনী রেললাইনে বিস্ফোরণ, তদন্তে এনআইএ দল
24Hrs Tv, ওয়েব ডেস্কঃ রবিবার উদয়পুর রেললাইনে বিস্ফোরণের ঘটনায় রাজস্থান পুলিশের পাশাপাশি তদন্তে এনআইএ। ক্ষতিগ্রস্ত রেললাইনের একাংশ। আসারওয়া-উদয়পুর এক্সপ্রেস যাওয়ার কথা ছিল তার কিছুক্ষণ পরেই। এরপরই উদয়-আমেদাবাদ রুটে যাবতীয় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
গতকাল উদয়পুর থেকে ৩৫ কিলোমিটার দূরে ওধা ব্রিজের ওপরে ওই বিস্ফোরণ ঘটে, পুলিশ সূত্রে খবর। ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্তে দায়িত্ব দেওয়া হয় পুলিশের পাশাপাশি এনআইকেও।
খনিতে ব্যবহৃত ‘সুপারপাওয়ার ৯০’ব্যবহার করা হয়েছিল, সূত্রের খবর। খবর পেয়ে সেখানে পৌঁছয় ফরেন্সিক ও সন্ত্রাসদমন স্কোয়াডের সদস্যরা। তদন্তে নামে এটিএস, এনআইএ ও আরপিএফ।
দ্রুত তদন্তের নির্দেশ দেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। গাফিলতির অভিযোগে মুখ্যমন্ত্রী গেহলটকে দুষছে বিজেপি। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই নতুন ব্রডগেজ রেললাইনের উদ্বোধন করেন। তারপরই রবিবার এই বিস্ফোরণের ঘটনা। কোনওভাবেই নাশকতার ছক উড়িয়ে দেওয়া যাচ্ছে না।