
তারকা সাংসদের হাত ধরে কোভিড ওয়ার্ড এর উদ্বোধন পশ্চিম মেদিনীপুরে
সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে চালু করা হলো কোভিড ওয়ার্ড, যেখানে শুধুমাত্র করোনা আক্রান্ত রোগীদের চিকিত্সা চলবে । এই হাসপাতালে রয়েছে ১০০টি শয্যা , ২০ টি তে থাকবে এইচ ডি ইউ পরিকাঠামো।
সোমবার ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল এর কোভিড ওয়ার্ডের আনুষ্ঠানিক সূচনা করেন ঘাটালের সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব ।ওই অনুষ্ঠানে দেব সহ উপস্থিত ছিলেন ডেবরার তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী হুমায়ুন কবির , জেলা শাসক রশ্মি কমল , অতিরিক্ত জেলা শাসক সুদীপ সরকার , জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিমাই চন্দ্র মন্ডল , সহকারী জেলার স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারেঙ্গী , ডেবরা পঞ্চায়েত সমিতির বনভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ প্রদীপ কর সহ আরো অনেকে।
আনুষ্ঠানিক উদ্বোধন করে ঘাটালের সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব বলেন এর ফলে শুধু ডেবরা নয় পিংলা ,সবং সহ পার্শ্ববর্তী এলাকার মানুষ বিশেষভাবে উপকৃত হবেন। তিনি বলেন করোনা নিয়ে আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না। সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন ।প্রত্যেকে মাস্ক ব্যবহার করবেন। রাজ্য সরকারের বিধিনিষেধ মেনে চলবেন। রাজ্য প্রশাসন আপনাদের পাশে রয়েছেন।
সেই সঙ্গে তিনি বলেন এই হাসপাতালটি কোভিড ওয়ার্ড হিসেবে চালু হল। এখন থেকেই করোনা আক্রান্ত রোগীদের এখানেই চিকিত্সার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। এখানে উন্নত মানের চিকিত্সার যাবতীয় ব্যবস্থা রয়েছে বলে তিনি জানান।