ভারত বনাম অস্ট্রেলিয়া ট্রফি কার ?

Read Time:2 Minute

24Hrs Tv ওয়েব ডেস্ক : প্রায় এক যুগ পর বিশ্বকাপ ফাইনাল। তাই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে কাজ করছে বাড়তি উত্তেজনা। দেশের চায়ের দোকান থেকে বাস, ট্রাম সব জায়গায় এখন একটাই আলোচনা, ২০২৩-এ বদলা চাই। ২০০৩ বিশ্বকাপে ভারতকে হারিয়ে বিশ্বকাপ নিয়ে দেশে ফিরেছিল অস্ট্রেলিয়া । তবে এ বার রোহিত-বিরাট সামিদের হাতেই উঠুক বিশ্বকাপ আশায় গোটা দেশ তাকিয়ে । সেজে উঠেছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম । দুই শিবিরেই শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। এখন শুধু অপেক্ষা। ভারত না অস্ট্রেলিয়া কার হাতে উঠবে বিশ্বকাপ ? তা দেখার জন্য মরিয়া ক্রিকেটবিশ্ব।

ইতিমধ্যেই আমেদাবাদে পৌঁছেছে শচীন টেন্ডুলকার। সূত্র খবর অনুযায়ী, বিকেলে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বসে খেলা দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বাংলা হোক কিংবা উজ্জয়িনী দেবী তারা মা থেকে শুরু করে দেবা দি দেব মহাদেব সকলের কাছেই প্রার্থনা করছে ক্রিকেট ভক্তরা। সকাল থেকে বাংলার একাধিক জায়গায় চলছে হোম যজ্ঞ। ২০১১ এর পর আবার বিশ্বকাপ ট্রফি যাতে এই ভারতেরই হয় তার জন্য উঠে পড়ে লেগেছে ভারতবাসী। এখন অপেক্ষা শুধু দুপুর দুটোর। উত্তেজনা টানটান নিয়ে ভারতবাসী সকলে টিভির সামনে বসে পড়েছেন। এবং ক্লাব রাস্তায় লাগানো হচ্ছে বড় স্ক্রিন। বাংলা থেকে প্রায় আড়াই হাজার কিলোমিটার দূরত্বে আমেদাবাদ নরেন্দ্র মোদীর স্টেডিয়ামে চলবে খেলা। আর যারা টিকিট পেয়ে যাচ্ছে আমেদাবাদে তাদের তালা তাই একটা উত্তেজনা। কিন্তু যারা ঘরে বসে সকলের সাথে খেলা দেখবেন তাদের মধ্যে উত্তেজন একদম টানটান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *