ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগেই ধামাকা! ‘চমক’ BCCI-এর

Read Time:3 Minute

পায়েল মুখার্জী: 24Hrs Tv ওয়েব ডেস্ক: ইতিমধ্যেই জমে উঠেছে ২০২৩-এর ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্ট। এবারে ভারতের মাঠে বিশ্বকাপের আয়োজন করা হয়েছে। তা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে গোটা দেশ। এই ম্যাচটি বিশ্বের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে খেলা। তবে চলতি একদিনের ক্রিকেট বিশ্বকাপে ১২ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি খেলতে নামছে ভারত এবং পাকিস্তান। কোথাও গিয়ে যেন বিশ্বকাপের উত্তেজনার পারদ দ্বিগুণ করে দিচ্ছে এই ম্যাচ। তবে চমক এখানেই শেষ নয়। রয়েছে বেশ কিছু বিশেষ আকর্ষণও।

আগামী শনিবার অর্থাৎ ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্রমোদী স্টেডজিয়ামে দুপুর ২ টো থেকে খেলা শুরু হবে। যদিও আসর জমবে ১২.৩০ থেকে। এই ম্যাচের উত্তেজনার পারদ তুঙ্গে তুলতে দেশের অন্যতম সেরা প্লেব্যাক সিঙ্গারের স্পেশাল পারফরম্য়ান্সের আয়োজন করা হয়েছে। এদিন স্টেডিয়ামে থাকবেন অরিজিৎ সিং। বিশ্বকাপে দুই প্রতিবেশী ক্রিকেট বোর্ডের মধ্যে আয়োজিত হাইভোল্টেজ ম্যাচের আগে পারফর্ম করবেন তিনি। তাঁর সুরেই মেতে উঠবে বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম। বৃহস্পতিবার রাতেই বিসিসিআই-এর পক্ষ থেকে শেয়ার করা হয় এই সুখবর। তবে শুধুমাত্র অরিজিৎ সিং নয়, এই অনুষ্ঠানে গান গাইবেন সুখবিন্দর সিং এবং শঙ্কর মহাদেবনও।

শোনা যাচ্ছে, ম্যাচের দিন স্টেডিয়ামে উপস্থিত থাকবেন অমিতাভ বচ্চন এবং সলমন খানও। সূত্রে খবর অনুযায়ী, আগামী ছবি টাইগার থ্রি-র প্রচার সেখানেই করবেন সলমন। চলতি বছর দিওয়ালিতে মুক্তি পেতে চলেছে এই ছবি। অন্যদিকে থাকছেন রণবীর সিং, তামান্না ভাটিয়া এবং সুখবিন্দর সিং প্রমুখরা। ফলে ১৪ অক্টোবর যে এক গালা সেলিব্রেশনের আয়োজন করা হয়েছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি ভারত-পাকিস্তান ম্যাচের জ্বরে ইতিমধ্যেই কাঁপতে শুরু করেছে গোটা ক্রিকেট বিশ্ব। ইতিমধ্যে জানা গিয়েছে, স্টেডিয়াম পার্শ্ববর্তী হোটেল এবং স্থানীয় হাসপাতালগুলোয় রোগীর সংখ্যা আচমকাই বেড়ে গিয়েছে। সকলেই একটা রাতের জন্য হাসপাতালে ভর্তি থাকতে চায়। আর সেটা যে এই ম্যাচেরই রাত, তা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই! সব মিলিয়ে বোঝা যাচ্ছে, শনিবার দুপুর থেকেই জমে উঠবে বিশ্বকাপের ময়দান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *