‘ভারত কারও কথা শুনবে না’, পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের হুমকি নিয়ে পালটা কেন্দ্রের

Read Time:4 Minute

24 HrsTv, ওয়েব ডেস্ক : ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ করা নিয়ে এবার মুখ খুলল কেন্দ্রীয় সরকার। ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর স্পষ্ট জানিয়ে দিলেন, অন্য কোনও পক্ষের কথা শুনবে না ভারত। যেকোনও ক্রীড়াক্ষেত্রেই উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে ভারত, তার মধ্যে অন্যতম ক্রিকেট। তাই আগামী বছর ভারতেই ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করা হবে, নানা দেশ সেখানে অংশ নেবে। ভারতকে বাদ দিয়ে কোনও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করার কথা ভাবাই যায় না। প্রসঙ্গত, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহ জানিয়েছিলেন, পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলবে না ভারত। তার পালটা দিয়ে পাক ক্রিকেট বোর্ড জানিয়েছিল, তারাও ভারতে এসে বিশ্বকাপ খেলবে না। সেই প্রসঙ্গে প্রাক্তন পাক ক্রিকেটার কমরান আকমল বলেছেন, চলতি বিশ্বকাপেও ভারতের বিরুদ্ধে খেলতে নামা উচিত নয় পাকিস্তানের। 

বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে গিয়ে অনুরাগ ঠাকুর বলেছেন, “বিশ্বকাপের বিষয়টি একেবারেই বিসিসিআইয়ের এক্তিয়ারে রয়েছে। ক্রীড়াক্ষেত্রে ভারত খুবই শক্তিশালী, আগেও অনেকবার ভারতে বিশ্বকাপ আয়োজন করা হয়েছে। সামনের বছরেই ভারতের মাটিতে বিশ্বকাপ হবে। সেখানে সমস্ত দেশই অংশ নেবে।” সেই সঙ্গে ক্রীড়ামন্ত্রী আরও বলেছেন, “পাকিস্তানের নিরাপত্তা নিয়ে যথেষ্ট প্রশ্ন থেকেই যায়। সেখানে ভারতীয় দল খেলতে যাবে কিনা, তা নিয়ে সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্রমন্ত্রক। শুধু ক্রিকেট নয়, যেকোনও ক্ষেত্রেই ভারত কারোওর কথা শুনবে না।”

প্রসঙ্গত, মঙ্গলবার মুম্বইয়ে বোর্ড সচিব তথা এশীয় ক্রিকেট কাউন্সিল চেয়ারম‌্যান জয় শাহ ঘোষণা করে দেন যে, আগামী বছর ভারতীয় টিমের এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাওয়ার ব‌্যাপার তো নেই-ই, বরং এশিয়া কাপই পাকিস্তানে হবে না! হবে নিরপেক্ষ কেন্দ্রে, যেমন হয়েছে সাম্প্রতিক অতীতে। বোর্ড বৈঠকের পর জয় শাহ বলে দেন, ‘‘এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান হিসেবে কথাটা বলছি। আগামী বছর নিরপেক্ষ কেন্দ্রে এশিয়া কাপ হবে। আমাদের পাকিস্তান যাওয়ার উপায় নেই। আবার পাকিস্তানেরও ভারতে আসার উপায় নেই। তাই নিরপেক্ষ কেন্দ্রে যে ভাবে এশিয়া কাপ হয়েছে আগে, সে ভাবেই হবে।’’

এই ঘোষণার পরে পালটা দিয়েছে পিসিবি। ভারতে বিশ্বকাপ খেলতে না আসার হুমকি দিয়েছে এশিয়া কাপ ফাইনালিস্টরা। পিসিবির তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে,”জয় শাহর একপেশেভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করাটা হতাশাজনক, এবং চমকপ্রদ। এসিসির বোর্ড মিটিংয়ের সময় পাকিস্তান পূর্ণ সমর্থন নিয়ে এশিয়া কাপ আয়োজনের অধিকার পেয়েছে। অথচ কোনওরকম আলোচনা ছাড়াই যেভাবে জয় শাহ পাকিস্তান থেকে এশিয়া কাপ সরানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে, সেটা একপেশে।” পাকিস্তানের বক্তব্য, সেক্ষেত্রে আগামী বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে আসবে না। এশীয় ক্রিকেট কাউন্সিলের সদস‌্যপদ ছেড়েও বেরিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *