‘অপারেশন অজয়’ শুরু করল ভারত সরকার, ইজরায়েলে আটকে পড়া নাগরিকদের উদ্ধার করতে স্পেশাল বিমান

Read Time:4 Minute

পায়েল মুখার্জী: 24Hrs Tv ওয়েব ডেস্ক: হামাস গোষ্ঠীর সঙ্গে ইজরায়েলের তীব্র যুদ্ধের মধ্যে, ইজরায়েলে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে উদ্যোগী হল ভারত সরকার। জানা গিয়েছে যে প্রায় ১৮ হাজার ভারতীয় আটকে রয়েছেন সেখানে। তাঁদের নিরাপদে দেশে ফেরাতে ‘অপারেশন অজয়’-এর ঘোষণা করল কেন্দ্র। বুধবার একথা জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। বিশেষ চার্টার্ড বিমান পাঠিয়ে ইজরায়েল থেকে ভারতীয়দের ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন তিনি। বুধবার রাত পর্যন্ত ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধে নিহতের সংখ্যা প্রায় ৪ হাজার। বহু মানুষ আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। এমন পরিস্থিতি যুদ্ধ আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা। তাতেই দিল্লির তরফে সক্রিয়তা চোখে পড়ল। ইজরায়েলে আটকে পড়া ভারতীয়দের মধ্যে অনেকেই সেখানকার যুদ্ধ পরিস্থিতিতে দেশে ফেরার আবেদন জানিয়েছিলেন ভারত সরকারকে। তাঁদের সেই আবেদনে সাড়া দিয়েই শুরু হল অপারেশন অজয়। আর সেকথা ঘোষণা করে বুধবার রাতে ট্যুইটার হ্যান্ডেলে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর লেখেন, “ইজরায়েল থেকে যে সমস্ত ভারতীয়রা দেশে ফিরতে ইচ্ছুক, তাঁদের জন্য অপারেশন অজয় চালু করা হচ্ছে। বিশেষ চার্টার্ড বিমান ও অন্যান্য ব্য়বস্থা করা হয়েছে। বিদেশে আটকে পড়া নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে আমরা সম্পূর্ণভাবে দায়বদ্ধ।”

চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার বিদেশ থেকে ভারতীয়দের ফেরাতে পদক্ষেপ করল মোদী সরকার। এর আগে এপ্রিল-মে মাসে যুদ্ধ বিধ্বস্ত সুদান থেকে নাগরিকদের ফেরাতে ‘অপারেশন কাবেরী’ চালিয়েছিল কেন্দ্র। তবে এক্ষেত্রে জানানো হয়েছে প্রথম যে ভারতীয় নাগরিকরা ইজরায়েল থেকে ফিরে আসতে চেয়ে নাম নিবন্ধন করেছিলেন, তাঁদের ইতিমধ্যেই ভারত সরকারের এই উদ্যোগের কথা জানানো হয়েছে। দূতাবাস থেকে আরও বলা হয়েছে, বৃহস্পতিবারই একটি বিশেষ উড়ান ভারত থেকে ইজরায়েলে গিয়ে তাদের দেশে ফিরিয়ে আনবে। তারপর ধাপে ধাপে আরও যারা যারা ফিরতে চাইবেন, তাঁদের সকলকেই ফিরিয়ে আনা হবে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর গাজা স্ট্রিপ থেকে ইজরায়েলের উপর বড়সড় হামলা চালায় হামাস জঙ্গিরা। এর পরই যুদ্ধ ঘোষণা করে পাল্টা প্রত্যাঘাত শুরু করে ইহুদি সেনা। যার জেরে, গত কয়েকদিনে সেখানকার পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারন করেছে। গাজায় একের পর এক এয়ার স্ট্রাইক চালায় তাঁরা। এহেন পরিস্থিতিতে নাগরিকদের নিরাপত্তার কথা ভেবেই বহু আন্তর্জাতিক উড়ান বাতিল করেছে ইজয়ায়েল। ফলে নয়াদিল্লি থেকে তেল আভিভ পর্যন্ত উড়ান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। ইতিমধ্যে জানা গিয়েছে যে ইজরায়েল পরিস্থির উপর নজর রাখতে ২৪ ঘণ্টায় কন্ট্রোল রুম খুলেছে নয়াদিল্লি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *