ভারতীয় রেল বিশ্বের বৃহত্তম গ্রীন রেলওয়ে হতে চলেছে

 

‘নিউ ইন্ডিয়া’-র ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য রেলপথ পরিবেশবান্ধব, দক্ষ, সাশ্রয়ী, সময়োপযোগী, এবং আধুনিক যাত্রী পরিবহনের পরিষেবা দেওয়ার দিকে এগিয়ে চলেছে ভারতীয় রেলওয়ে। ২০৩০ সালের আগে রেলওয়ে “নেট শূন্য কার্বন এমিটার” হওয়ার দিকে এগিয়ে চলেছে।

আগামী তিন বছরের মধ্যে ব্যালেন্স ব্রডগেজ (বিজি) রুটগুলিকে বৈদ্যুতিককরণের পরিকল্পনা চলছে এমনটাই জানা যায় সূত্র মারফত। হেড-অন-জেনারেশন সিস্টেম, বায়ো-টয়লেটস এবং এলইডি লাইট ব্যবহারের ব্যবস্থা বাড়াচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বিগত এক বছরে ভারতীয় রেলওয়ে ৩ লক্ষ টন খাদ্যশস্য স্থানান্তরিত করেছে এবং ২৪১ টি অক্সিজেন এক্সপ্রেস ট্রেন চালিয়েছে, ৯২২ টি ট্যাঙ্কার স্থানান্তর করেছে এবং এর ফলে দেশের বিভিন্ন স্থানেকয়েক হাজার টন অক্সিজেন পরিবহন করেছে। গ্রিন রেলওয়ের জন্য কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির সঙ্গে চুক্তি সাক্ষর হয় ভারতীয় রেলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *