
‘জি২০ শীর্ষ সম্মেলনে নেতৃত্ব ভারতের’, ‘মন কি বাতে’ উচ্ছ্বসিত মোদি
24Hrs Tv, ওয়েব ডেস্কঃ রবিবার ৯৫তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে মোদি বলেন, “আমাদের সংকল্প ‘এক বিশ্ব, এক সংকল্পে’র। যেকথা বলা আছে বসুধৈব কুটুম্বকম শ্লোকে।” আগামী বছরের জি২০ শীর্ষ সম্মেলনে নেতৃত্ব দেবে ভারত। আর এই প্রসঙ্গেই তিনি মনে করিয়ে দেন আগামী জি২০ সম্মেলনের সভাপতিত্বের দায়িত্ব ভারতকে একটা বিরাট সুযোগ দিচ্ছে।
কার্যতই এপ্রসঙ্গে বলতে গিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী। মোদি জানায়, “সারা দেশের মানুষ আমাকে চিঠি লিখে জানিয়েছেন, ভারত এই সুযোগ পাওয়ায় তাঁরা কতটা খুশি। এটা আমাদের জন্য খুব বড় সুযোগ। বিশ্বের কল্যাণের দিকে আমাদের ফোকাস থাকবে। সেটা শান্তি হোক, কিংবা একতা অথবা সামগ্রিক উন্নতি। ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ’ আমরাই তো এই মন্ত্র দিয়েছি বিশ্বকে।” এদিনের অনুষ্ঠানে ভারতীয় সংগীতের জয়গান গাইতে দেখা গিয়েছে মোদিকে। তিনি এও বলেন, ভারতীয় সংগীত কেবল যে এদেশের সংস্কৃতিকে প্রভাবিত করেছে তাই নয়, বরং সারা পৃথিবীতেই তা গভীর দাগ রেখে গিয়েছে।
প্রধানমন্ত্রীর মুখে শোনা গিয়েছে ভারতের মহাকাশ অভিযান ও ইসরোর সাফল্যের কথা। গত শনিবারই ভারত ও ভুটানের যৌথ উদ্যোগে একটি উপগ্রহ উৎক্ষেপণ করেছে ভারত। এদিকে গত ১৮ ই নভেম্বর ‘বিক্রম এস’রকেটের উৎক্ষেপণের কথাও শোনা গিয়েছে তাঁর মুখে। এপ্রসঙ্গে তিনি বলেন, “বিক্রম-এস সমস্ত ভারতীয়কেই গর্বিত করেছে।” এই বিষয়ে কথা বলতে গিয়ে পুরনো প্রসঙ্গও উঠে আসে তাঁর মুখে। তিনি আরও বলেন, “একটা সময় ভারত ক্রায়োজেনিক রকেট প্রযুক্তিকে অস্বীকার করেছিল। কিন্তু ভারতীয় বিজ্ঞানীরা যে কেবল ভারতীয় প্রযুক্তির উন্নতিই ঘটাননি। আজ এর সাহায্যে মহাকাশে অসংখ্য উপগ্রহও পাঠাতে পারছি।”