প্রকাশ্যে এলো ইন্ডিয়ার নতুন জার্সি

 

টোকিও অলিম্পিকের শুরু হওয়ার ৪৯ দিন আগে বৃহস্পতিবার প্রকাশিত হল ভারতীয় দলের অফিসিয়াল জার্সি। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজুজুর উপস্থিতিতে ভারতীয় পুরুষ ও মহিলাদের জার্সি প্রকাশ করা হল।

এবার টোকিও অলিম্পিকের ১০৫ জন ভারতীয় অ্যাথলিট এখনও পর্যন্ত অলিম্পিকের যোগ্যতা অর্জন করেছেন। এছাড়াও অ্যাথলেটিক্স বিভাগ থেকে মোট ১৪ জন এবং টেনিস, গল্ফ, সাঁতার ও তীরন্দাজি বিভাগ থেকেও আরও অন্তত দুইজন করে অ্যাথলিটের টোকিও যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে। আইওএ সভাপতি নরিন্দর বাত্রা বলেন, ‘আমাদের হিসাবমতো পরের দুই-তিন সপ্তাহে যোগ্যতা অর্জন পর্বের শেষে মোট ১২৫ থেকে ১৩৫ জন ভারতীয় অ্যাথলিট অলিম্পিকে অংশগ্রহণ করবে। এই হিসাব অনুযায়ী অফিসিয়ালদের মিলিয়ে দেশ থেকে প্রায় মোট ১৯০ জন টোকিও যাবেন।’

জার্সি উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অলিম্পিকের জন্য দেশের প্রস্তুতির খুঁটিনাটি যাচাই করেন। আলোচনা সভায় অলিম্পিকে অংশগ্রহণকারী আমাদের ক্রীড়াবিদদের সুযোগ সুবিধার জন্য যে সব ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বিষয়েও কথা হয়।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *