
২০২৩ বিশ্বকাপে ভারতের বিজয়রথ অব্যাহত
সৌরভ দত্ত : ২০২৩ বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের বিজয়রথ অব্যাহত। এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত টানা আটটি ম্যাচে জয়লাভ করতে পেরেছে। ১৬ পয়েন্ট সংগ্রহ করে টিম ইন্ডিয়া এই টুর্নামেন্টে শেষ চারে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। ভারতীয় ক্রিকেট দলকে বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে আর একটাই ম্যাচ খেলতে হবে। আর সেটা নেদারল্যান্ডসের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে আশা করা যেতেই পারে যে টিম ইন্ডিয়া নক আউট পর্বে কোয়ালিফাই করতে পারবে। ভারতীয় ক্রিকেট দল ২০১১ সালে শেষবার একদিনের ক্রিকেট বিশ্বকাপ জয় করেছিল। এমনকী, ২০১৩ সালের পর থেকে আর কোনও আইসিসি টুর্নামেন্টও টিম ইন্ডিয়া জিততে পারেনি। তবে এবার সেই খরা কাটতে পারে বলে অনেকেই মনে করছেন। রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল যে আগুন ফর্মে রয়েছে, তা দেখার পর সকলের মনেই আশার একটা ক্ষীণ প্রদীপ প্রজ্জ্বলিত হয়েছে। বিরাট কোহলির ৩৫তম জন্মদিনে আয়োজিত এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। অনেকেই বলেছিলেন যে এই ম্যাচে দ্বিতীয় ইনিংসে শিশির একটা বড় ফ্যাক্টর হতে পারে। কিন্তু, ভারতীয় বোলারদের দাপটে তার কিছুই মালুম হল না। ৩২৭ রানের টার্গেট তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা মাত্র ৮৩ রানে অল আউট হয়ে গেল। তবে এক্ষেত্রে রবীন্দ্র জাদেজার নাম আলাদা করে উল্লেখ করতে হবে। বিরাটের শতরানের মঞ্চে তিনিও ৫ উইকেট শিকার করে প্রচারের আলো কাড়লেন। জাদেজার বোলিং দাপটে প্রোটিয়া ব্যাটাররা কার্যত দাঁড়াতেই পারলেন না।

ভারতীয় ক্রিকেট দল টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করে। আর এই ‘বিশেষ’ দিনে আরও একবার জ্বলে উঠলেন বিরাট কোহলি। তাঁর ব্যাট থেকে বেরিয়ে এল একটি ঝকঝকে শতরান। পাশাপাশি আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে তিনি ৪৯টি সেঞ্চুরি করে ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং মায়েস্ট্রো সচিন তেন্ডুলকরের রেকর্ড স্পর্শ করেন তিনি। ইনিংসের শেষে বিরাট ১০১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তবে বিরাটের এই ম্যাচে সেঞ্চুরির থেকে কৃতিত্ব কোনও অংশে কম নয় ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার বোলিং। যে দক্ষিণ আফ্রিকা চলতি বিশ্বকাপে একেবারে আগুন ফর্মে ছিল, তারা জাদেজার বোলিংয়ের সামনে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকেন। অবশেষে ৮৩ রানে অলআউট হয়ে যায়।