২০০ কোটির জালিয়াতি মামলায় জ্যাকলিন !

Read Time:2 Minute

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : শনিবার বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ আদালতে যান । তাঁর বক্তব্য দিল্লিতে পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখায় রেকর্ড করেছেন । তিনি ২০০ কোটি টাকার জালিয়াতি মামলায় সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জড়িত কিছু গুরুত্বপূর্ণ তথ্য সঙ্গে এনেছিলেন । তাঁর বক্তব্য ফৌজদারি কাজকর্মের ধারা ১৬৪ -তে রেকর্ড করা হয়েছিল। সূত্রের খবর , বৃহস্পতিবার, বহু-মিলিয়ওনেয়ার কনম্যান সুকেশ চন্দ্রশেখর এবং জ্যাকলিনের মানি লন্ডারিং মামলার শুনানি পাতিয়ালা হাউস আদালতে হয় । কিন্তু শুনানিতে তাদের ১২ ডিসেম্বর পিছিয়ে গিয়েছে । তবে ১৫ নভেম্বর জ্যাকলিনকে গ্রেফতার-পূর্বে জামিন দেয় আদালত। উল্লেখ্য ইডি জ্যাকলিনকে অভিযুক্ত করে দ্বিতীয় চার্জশিট তাঁর বিরুদ্ধে পেশ করেছে।

সূত্রের খবর , ইডি জ্যাকলিনের স্থায়ী আমানত এবং ৭.২ কোটি টাকার সম্পত্তি সংগ্রহ করেছে। উল্লেখ্য ইডি আধিকারিকেরা অভিনেত্রীর এই সম্পত্তিগুলিকে অপরাধের “আয়” হিসাবেই চিহ্নিত করেছে। ফেব্রুয়ারিতে, ইডি চন্দ্রশেখরের একজন কথিত সহযোগী পিঙ্কি ইরানির নামও চার্জশিটে আসে । তিনি অভিযোগ করেছে যে জ্যাকলিনের জন্য পিঙ্কি দামি উপহার বেছে নিতেন। এমনকি চন্দ্রশেখর টাকা দেওয়ার পরে অভিনেত্রীর বাড়িতে পৌঁছে দিতেন । সূত্রের খবর, চন্দ্রশেখর বলিউড সেলিব্রিটি এবং বিভিন্ন মডেলের জন্য প্রায় ২০ কোটি টাকা খরচ করেছেন। জ্যাকলিনকে গত ২৬ সেপ্টেম্বর গ্রেফতার থেকে অন্তর্বর্তীকালীন জামিন দেয় আদালত। জ্যাকলিন ছাড়াও আরও একজন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকে মামলায় সাক্ষী হিসেবে ডাকা হায় এবং তাঁদের বয়ান রেকর্ড করা হয় । রোহিত শেট্টির ছবি ‘সার্কাস’-এ রণবীর সিং-এর বিপরীতে জ্যাকলিনকে দেখা যাবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *