
যাদবপুরের ফিল্ম স্টাডিজ বিভাগের ছাত্রের রহস্যজনক মৃত্যু !
২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের রহস্য মৃত্যু ঘটেছে । ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে । পুলিশ সূত্রে খবর ,ওই ছাত্রের বাড়ি পর্ণশ্রী থানা এলাকার মহেন্দ্র ব্যানার্জি রোড এলাকায়। মৃত ছাত্রের নাম সোনপাল মজুমদার । তাঁর বয়স ২৭ বছর। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর , ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ওই যুবকের দেহ। বন্ধুদের মারফত খবর , সোনপাল বেশ কিছু দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন । উল্লেখ্য তার কারণ অবশ্য এখনও স্পষ্ট নয় তাঁদের কাছে।
উল্লেখ্য গত কয়েকদিন ধরে বেশ অসংলগ্ন কথাবার্তাও বলছিলেন। সে এমন কিছু কথা বলছেন , যা বন্ধুদের কাছে বিশ্বাসযোগ্য ছিল না । সূত্রের খবর , প্রথমে সোনপাল তুলনামূলক সাহিত্য বিভাগে পড়তেন । পরে তিনি ফিল্ম স্টাডিজ বিভাগে পড়া শুরু করেন । কিন্তু সেখানেও অতিথি অধ্যাপকদের সঙ্গে বেশ অসংলগ্ন কিছু আচরণ করেছেন । এমনকি বেশ কিছুদিন ধরেই তাঁর আচরণের অস্বাভাবিকত্ব বন্ধুরা দেখেছিলেন । এমনটাই তাঁর নামে অভিযোগ উঠছে ।
উল্লেখ্য সোনপাল স্টাডিজ বিভাগের তৃতীয় সেমিস্টারের প্রথম দুটি পরীক্ষাও দিয়েছেন । যদিও আজ, মঙ্গলবার তাঁর তৃতীয় পরীক্ষা ছিল। তার আগেই ঘটে গেলো মর্মান্তিক ঘটনা । সোনপালের এই মৃত্যু ঘিরে রয়েছে রহস্য । এখনও সেই রহস্য জাল কাটেনি । তাঁর এই মৃত্যু তাঁর বন্ধুরাও মেনে নিতে পারছেন না । পরিবারের সদস্যরা এই ঘটনায় ভেঙে পড়েছে । এই মুহূর্তে কথা বলার মতো পরিস্থিতিতে নেই পরিবারের সদস্যরা । সোনপালের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ।