চন্দননগরের ভিড় সামলাতে জগদ্ধাত্রী পুজোয় উদ্যোগী রেল, বাড়তি ট্রেন হাওড়া শাখায়

Read Time:2 Minute

24Hrs Tv, ওয়েব ডেস্কঃ উৎসবের মরশুম এখনও কাটেনি বললেই চলে। সপ্তাহের শুরুতেই হবে জগদ্ধাত্রী পুজো। এই সময় আলোর উৎসবে মেতে ওঠে চন্দননগরবাসী। গোটা বাংলার উৎসবপ্রেমী মানুষজনেরই গন্তব্য হয়ে ওঠে হুগলির এই প্রাচীন জনপদ। এবছর ভিড়ের কথা মাথায় রেখে জগদ্ধাত্রী পুজোর সময় হাওড়া শাখায় বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। বিজ্ঞপ্তি দিয়ে পূর্ব রেল জানায়, ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মোট ৬ জোড়া অতিরিক্ত ট্রেন চালানো হবে। সূত্রের খবর, হাওড়া থেকে ব্যান্ডেল শাখার মধ্যে চলবে ৫ জোড়া ও হাওড়া-বর্ধমান শাখায় একটি বাড়তি ট্রেন চলবে।
দুর্গাপুজো, কালীপুজোয় ভিড় নিয়ন্ত্রণে এবং আমজনতার সুবিধায় শিয়ালদহ, হাওড়া শাখায় বাড়তি ট্রেন চালানো হয়েছিল। গভীর রাত পর্যন্তও ঠাকুর দেখে ফিরতে কারও কোনও সমস্যা হয়নি। জগদ্ধাত্রী পুজোতেও সেই পরিষেবা দেওয়ার পথে হেঁটেছে পূর্ব রেল। চন্দননগরের পাশাপাশি রিষড়া, উত্তরপাড়া, মানকুণ্ডু, ব্যান্ডেল-সহ এলাকাগুলিতে জগদ্ধাত্রী পুজোর জৌলুসের কথা জানেন সকলেই। ভিড়ের চাপ কমাতেই আগামী ৫ দিন হাওড়া-ব্যান্ডেল ও হাওড়া-বর্ধমান শাখায় চলবে ৬ জোড়া অতিরিক্ত ট্রেন।
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত হাওড়া-ব্যান্ডেল আপ লাইনে বিকেল ৫ টা ২০ মিনিটে, সন্ধে ৭ টা ৫৫ মিনিটে, রাত ৮ টা ৩৫ মিনিটে, রাত সাড়ে ১১ টা ও রাত সাড়ে ১২ টা অতিরিক্ত পাঁচটি ট্রেন চলবে। ট্রেনগুলি ব্যান্ডেল স্টেশনে পৌঁছবে যথাক্রমে সন্ধ্যে ৬ টা ২৫ মিনিটে, রাত ৯ টায়, রাত ৯ টা ৪০ মিনিটে, রাত সাড়ে ১২ টায় এবং রাত ১ টা ২৫ মিনিটে। অন্যদিকে, হাওড়া থেকে বর্ধমান পর্যন্ত অতিরিক্ত একটি ট্রেন চলবে রাত ১ টা ১৫ মিনিটে। তা বর্ধমান পৌঁছবে ৩ টে ৫০ মিনিটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *