টেস্ট ম্যাচ খেলায় জেমস আন্ডারসনের রেকর্ড
এজবাস্টনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ইতিহাস গড়লেন ইংল্যান্ডের তারকা পেসার জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের হয়ে সর্বাধিক টেস্ট ম্যাচ খেলার রেকর্ড গড়লেন তিনি। আর একটি টেস্ট ম্যাচ খেললেই ভেঙে দেবেন ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান অ্যালাস্টার কুকের রেকর্ড।
এই মুহূর্তে অ্যান্ডারসন ও কুক ১৬১টি টেস্ট ম্যাচ খেলে একই আসনে রয়েছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে নিউজিল্যান্ড দল দুটি টেস্ট ম্যাচ খেলছে। যার প্রথম টেস্ট ম্যাচটি ড্র হয়েছে। এদিন দ্বিতীয় টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। চোটের জন্য আগেই ছিটকে গেছেন নিউজিল্যান্ডের স্পিনার মিচেল সান্টানার ও অধিনায়ক কেন উইলিয়ামসন। এদিন পিঠের চোটের জন্য ছিটকে গেলেন উইকেটরক্ষক বিজে ওয়াটলিং।
দ্বিতীয় তথা শেষ টেস্টে জেমস অ্যান্ডারসন সর্বাধিক টেস্ট ম্যাচ খেলার রেকর্ড গড়লেন। এই তালিকায় সবার প্রথমে রয়েছেন ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তিনি দেশের ২০০ টি টেস্ট ম্যাচ খেলেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার দুই প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং ও স্টিভ ওয়া। দুজনেই দেশের হয়ে ১৬৮ টি টেস্ট ম্যাচ খেলেছেন। ১৬৬টি টেস্ট ম্যাচ খেলে তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটসম্যান জ্যাক ক্যালিস। ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দ্রোপল এবং ভারতের রাহুল দ্রাবিড় ১৬৪ টেস্ট ম্যাচ খেলে চতুর্থ স্থানে রয়েছেন।