সমান মর্যাদায় ‘জনগণমন’ ও ‘বন্দেমাতরম’, স্বীকৃতিতে রায় কেন্দ্রের

Read Time:2 Minute

24Hrs Tv, ওয়েব ডেস্কঃ ‘জনগণমন’এবং‘বন্দেমাতরম’ গানদুটির নিজস্বতা আছে। দিল্লি হাই কোর্টে এক হলফনামায় এমনই চাঞ্চল্যকর দাবি কেন্দ্রের। ,
জাতীয় সংগীত ‘জনগণমন’র সমমর্যাদা দিতে হবে জাতীয় স্তোত্র ‘বন্দেমাতরম’কে। জানা গিয়েছে, দিল্লি হাই কোর্টে জনস্বার্থে মামলা দায়ের করেন বিজেপি নেতা ও আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। সেই সঙ্গে তাঁর দাবি, প্রতিটি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে জনগণমন’ ও ‘বন্দেমাতরম’দুটিই যেন গাওয়া হয়। অশ্বিনি উপাধ্যায় জানান, ইতিহাসের এক প্রতীক ‘বন্দেমাতরম’। যদি কোনওভাবে কোনও নাগরিক প্রকাশ্যে বা গোপনে এই গানের প্রতি অসম্মান প্রদর্শন করে তাহলে সেটাকে সমাজবিরোধী কার্যকলাপ বলে ধরতে হবে।
কেন্দ্রের কাছে হলফনামা চেয়েছিল বিজেপি নেতার আবেদনের ভিত্তিতে দিল্লি হাই কোর্ট। কেন্দ্র জানায়, বন্দেমাতরম এবং জনগণমন একই স্তরের। জাতীয় সংগীত গাওয়ার কিছু নিয়ম আছে না মানলে সেটা অপরাধ হিসাবে গণ্য হয়। কিন্তু বন্দেমাতরমের ক্ষেত্রে তেমন কোনও শর্ত নেই। তবে এই স্তোত্র ভারতীয়দের মননে আলাদা করে জায়গা করে নিয়েছে।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে এর আগেও বন্দেমাতরমকে জাতীয় সংগীত হিসাবে ঘোষণা করার দাবি একাধিকবার উঠেছে বলেও জানা গিয়েছে। সুপ্রিম কোর্ট জানায়, দুটি সঙ্গীতকে একই মর্যাদা দেওয়ার কথা সংবিধানে নেই। বঙ্কিমচন্দ্রের গানটিকে হাতিয়ার করে আরএসএস জাতীয়তাবাদের প্রচার করে থাকে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *