একাধিকবার ট্রোলের শিকার হয়েছেন জাহ্নবী কাপুর !

Read Time:2 Minute

24Hrs Tv, ওয়েব ডেস্ক : জাহ্নবী কাপুরের , বাবা বনি কাপুর, দাদা অর্জুন কাপুর, ফলে তাঁর পক্ষে বলিউডে কাজ পাওয়াটা ভীষণ সহজ। এই মন্তব্য একাধিক অভিনেত্রী- অভিনেত্রীকে শুনতে হয় । কিন্তু জাহ্নবী কাপুরে কেরিয়ারের শুরু থেকেই নিজের পায়ের তলার জমি শক্ত করার লড়াইটা চালিয়ে যাচ্ছেন। তবুও সবক্ষেত্রেই কী ট্যালেন্ট ছাড়া সাফল্যের শীর্ষে ওঠা সম্ভব! হয়তো নয়। তার প্রমাণও মিলেছে একাধিকবার। তবে জাহ্নবী কাপুর একাধিক সুযোগ পেয়েও যখন দাপটের সঙ্গে বলিউডে ফিরতে পারছেন না, তখনই প্রশ্ন উঠছে। তবে কি তিনি বলিউডকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছেন! সূত্রের খবর, এবার এই প্রসঙ্গে মুখ খুললেন জাহ্নবী কাপুর। ট্রোলারদের কাজই সুযোগ বুজে অভিনেত্রী- অভিনেত্রীকে আক্রমণ করা। আর এই আক্রমণের শিকার একাধিকবার হয়েছেন জাহ্নবী কাপুর। করণ জোহরের হাত ধরে বলিউডে পা রাখা থেকে শুরু করে একের পর এক ছবি ফ্লপ হলেও কাজ পাওয়া।

সূত্রের খবর, তিনি জানিয়েছেন – ‘আমার এই সুযোগকে আমি টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিইনি। আমি জানি আমার ট্যালেন্ট কম, আমি জামি আমার তুলে ধরার মতো গুণ ভীষণ কম। তবে কেউ যদি বলে আমি পরিশ্রম করি না, এটা আমি মানতে নারাজ। সেটে সব থেকে বেশি পরিশ্রম আমি করি। ফলে ভবিষ্যতে এই কথা আমি আর শুনতে বাধ্য নই।’জাহ্নবী কাপুর অতীতেও এই প্রসঙ্গে মুখ খুলেছেন। জানিয়েচিলেন, ছবির সেটে তিনি বারে বারে পরিচালককে জিজ্ঞেস করেন, তিনি ভাল করে কাজটা করতে পেয়েছেন কি না, তিনি কাজটা বুঝতে পেড়েছেন কি না! ছবি চলবে কী না, যদিও জাহ্নবী কাপুর এখনও পর্যন্ত খুব বড় প্রোজেক্ট হাতে পাননি। তুলনামুলকভাবে সারা আলি খান অনন্যা পান্ডে বেশ বড় বড় প্রজেক্ট হাতে পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *