
জাহ্নবীর স্ট্রাগল নজর কাড়ল ‘মিলি’র ট্রেলারে
প্রকাশ্যে এল জাহ্নবী কপুরের আগামী ছবি ‘মিলি’র ট্রেলার। মূলত এটি একটি সারভাইবল থ্রিলার। বছর ২৪-র এক যুবতীর ফ্রিজারে আটকে পড়ার পর ঠিক কী রকম অবস্থা হয়েছিল সেটাই ফুটে উঠবে এই ছবিতে। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন মাথুকুট্টি জেভিয়ার।
একদিকে মৃত্যুভয় তাড়া করে বেড়াচ্ছে আর সেখান থেকে প্রাণে বাঁচার জন্য প্রাণপন চেষ্টা করে চলেছেন, এই সারভাইবল কাহীনি নিয়ে আসছে জাহ্নবী কপুরের নতুন ছবি ‘মিলি’। ছবির গল্প অনুসারে পড়াশোনার জন্য কানাডায় যায় মিলি। স্থানীয় ফুড জয়েন্টে কর্মরতার চরিত্রে ধরা দেন জাহ্নবী কপুর। তারপরই ট্রেলারে আসে এক নয়া মোড়। আচমকা ফ্রিজারে আটকে পড়েন মিলি। কনকনে ঠান্ডায় শরীর ফেটে রক্ত বেড় হচ্ছে। কঠিন পরিস্থিতিতেও শেষ নিঃশ্বাস পর্যন্ত বাঁচার জন্য অদম্য লড়াই লড়ছেন। ঠাণ্ডা থেকে বাঁচতে গোটা শরীর প্লাস্টিক দিয়ে মুড়িয়ে ফেলেছে। বাইরে বেরনোর কোনও পথ খুঁজে পাচ্ছেন না। অসহ্য যন্ত্রনায় দুচোখের কোণ দিয়ে বয়ে যাচ্ছে অশ্রুধারা। মৃত্যু যেন হাতছানি দিচ্ছে মিলিকে। চোখের সামনে ভিড় করে আসছে বাবা আর প্রেমিকের সঙ্গে কাটানো জীবনর সেই সুন্দর মুহূর্তগুলি। মেয়েকে খুঁজে না পাওয়ার যন্ত্রনায় একদিকে যেমন ছটফট করছে মিলির বাবা, তেমনই মনের কষ্টে দিন কাটাচ্ছেন প্রেমিক। শেষ পর্যন্ত জীবন মৃত্যুর লড়াইয়ের শেষ পর্যন্ত ফ্রিজারে আটকে পড়া মিলি তাঁর পরিবার ও কাছের মানুষের কাছে ফিরতে পারবে কি ? সেটা জানতে হলে অবশ্যই অপেক্ষা করতে হবে আগামী ৪ নভেম্বর পর্যন্ত। এই ছবির প্রতি মুহূর্তে ফুটে উঠবে টানটান উত্তেজনা।